• ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ , ৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জে ঐতিহাসিক ৭ মার্চ,১৭ মার্চ ও ২৬ মার্চ যথাযোগ্য মর্যাদায় পালনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

bilatbanglanews.com
প্রকাশিত মার্চ ২, ২০২২
সুনামগঞ্জে ঐতিহাসিক ৭ মার্চ,১৭ মার্চ ও ২৬ মার্চ যথাযোগ্য মর্যাদায় পালনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ:২ মার্চ বুধবার সকাল ১০ টায় সুনামগঞ্জের জেলা পপ্রশাসকের সম্মেলন কক্ষে ঐতিহাসিক ৭ই মার্চ জাতীয় দিবস, ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২২ যথাযোগ্য মর্যাদার সাথে ও বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপন করার লক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।  সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক অসীম চন্দ্র বনিকের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, ডিডি এলজি মোহাম্মদ জাকির হোসেন, সিভিল সার্জন ডাঃ আহমদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জয়নাল আবেদীন, এন এস আই যুগ্ম পরিচালক ড মোহাম্মদ রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, নুরুল মোমেন, আব্দুল মজিদ, সুনামগঞ্জ সদর উপজেলার ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, জেল সুপার নুরশেদ আহমদ ভূইয়া, শিল্প কলা একাডেমির সাধারণ সম্পাদক এডভোকেট সামছুল আবেদীন  সহ অন্যান্য কর্মকর্তাগণ।
সভায় তিনটি ঐতিহাসিক দিবস যথাযোগ্য মর্যাদার সাথে ও বিপুল উৎসাহ উদ্দীপনার সাথে উদযাপন করার লক্ষে বেশ কয়েক টি উপ কমিটি করে প্রস্তুতি নেয়ার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করেছেন।  সবাই উপস্থিত থেকে প্রতিটি অনুষ্ঠান কে সাফল্য মন্ডিত করার উপর গুরুত্বরোপ করেন কমিটির সদস্য গণ।