• ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

আগাম বন্যার হাত থেকে রক্ষার জন্য নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করার তাগিদ পানি সম্পদ প্রতিমন্ত্রীর

bilatbanglanews.com
প্রকাশিত ফেব্রুয়ারি ২৪, ২০২২
আগাম বন্যার হাত থেকে রক্ষার জন্য নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করার তাগিদ পানি সম্পদ প্রতিমন্ত্রীর

লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ: পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতি মন্ত্রী জাহিদ ফারুক এমপি বলেছেন,আগাম বন্যার হাত থেকে হাওরের ফসল রক্ষা করতে হলে ২৮ ফেব্রুয়ারির মধ্যেই হাওর রক্ষাবাঁধের কাজ শেষ করতে হবে। তবে পানি প্রবাহ ঠিক রেখেই কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী । ৪৯৪ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন হওয়ার অপেক্ষায় এটি পাস হলেই আগামী শুষ্ক মৌসুমে সুনামগঞ্জ জেলার ১৪ টি নদী খনন কাজ  শুরু করা যাবে। ভারতের উৎসমূখ থেকে ভৈরবের মেঘনা নদীতে গিয়ে পানি বের হবে।  এ ছাড়াও হাওরের বিভিন্ন সমস্যা   সমাধানের জন্য  গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়নের জন্য অপেক্ষমান। তিনি বলেন দ্বিতীয় কিস্তির টাকা বরাদ্দ প্রদান হয়েছে তৃতীয় কিস্তির টাকা ও খুব শীঘ্রই ছাড় হবে।
২০২১- ২০২২ অর্থ বছরে সংশোধিত কাবিটা নীতিমালা ২০১৭ এর আওতায় পানি উন্নয়ন বোর্ডের আওতায় হাওরের ডুবন্ত ভাঙ্গন বন্ধ করন মেরামত কাজের সার্বিক অগ্রগতি বিষয়ক কাবিটা স্কীম প্রণয়ন ও বাস্তবায়ন সংক্রান্ত জেলা কমিটির এক সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব তথ্য তুলে ধরেন।  বৃহস্পতিবার বিকেল ৫টায়  সুনামগঞ্জ জেলা প্রসাশকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।  বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, সংরক্ষিত সংসদ সদস্য এডভোকেট শামীমা শাহরিয়ার, পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মিজানূর রহমান, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক ফজলুর রশিদ  অতিরিক্ত প্রধান প্রকৌশলী এস এম শহীদুল ইসলাম, সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ১ মো জহুরুল ইসলাম, নির্বাহী পরিচালক,প্রকৌশলী ২ সামসুদদোহা  সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, দোয়ারাবাজার উপজেলার চেয়ারম্যান দেওয়ান বাবু, অতিরিক্ত পুলিশ সুপার আবু সাঈদ, মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, নুরুল মোমেন  সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু প্রমুখ।