লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ: ১৫ ফেব্রুয়ারি সকাল ১১: টায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী বর্ণাঢ্য ও যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে মহিলা বীর মুক্তিযোদ্ধা সম্মাননা-২০২২ প্রদান অনুষ্ঠান কেন্দ্রীয়ভাবে ওসমানী স্মৃতি মিলনায়তন হতে ৬৪টি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সরাসরি ও ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ থেকে সরাসরি সংযুক্ত থেকে সুনামগঞ্জ জেলায় বসবাসকারী ৭জন মহিলা বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা-২০২২ প্রদান করা হয়।
এসময় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, সুনামগঞ্জ মোঃ জাহাঙ্গীর হোসেন, উপপরিচালক, স্থানীয় সরকার, মোহাম্মদ জাকির হোসেন; অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অসীম চন্দ্র বনিক; অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদীন; জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা; বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন প্রিণ্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সুনামগঞ্জ জেলায় সম্মাননা গ্রহণকারী মহিলা বীর মুক্তিযোদ্ধা হলেন: ১) রমা রানী দাস, ২) প্রমিলা দাস, ৩) মোছাঃ কুলসুম বিবি, ৪) আলেক জান বিবি, ৫) বাসন্তী ধর, ৬) গুলবাহার ও ৭) পিয়ার চান।