• ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জ সদর হাসপাতালে দরপত্র জমাদানে বাধা প্রদানের অভিযোগে ৫ যুবলীগ নেতা আটক

bilatbanglanews.com
প্রকাশিত ফেব্রুয়ারি ১৬, ২০২২
সুনামগঞ্জ সদর হাসপাতালে দরপত্র জমাদানে বাধা প্রদানের অভিযোগে ৫ যুবলীগ নেতা আটক

নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জ সদর হাসপাতাল ও পুলিশ জানায়, সুনামগঞ্জ সদর হাসপাতালের ঔষধ, আসবাবপত্র ও যন্ত্রপাতি কেনার জন্য আনুমানিক দুই কোটি টাকার দরপত্র আহ্বান করা হয়। আজ বুধবার ১৬ ফেব্রুয়ারি দরপত্র জমাদানের জন্য ঢাকার একটি ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতিনিধি মুস্তাফিজুর রহমান ও অন্য একটি প্রতিষ্ঠানের প্রতিনিধি দরপত্র জমা দিতে হাসপাতালে যান। সকালে সুনামগঞ্জ সদর উপজেলা যুবলীগের সভাপতি এহসান আহমদ উজ্জ্বল সহ একদল লোক তাদের দরপত্র জমা দানে বাধা প্রদান করে এবং তাদের কাগজ পত্র নিয়ে যায়। পরে পুলিশ কে সদর হাসপাতাল কর্তৃপক্ষ খবর দিলে পুলিশ এসে সিসি ক্যামেরার ফুটেজ দেখে ৫ যুবলীগ নেতা কে আটক করে।

আটককৃত যুবলীগ নেতারা হচ্ছেন সুনামগঞ্জ সদর উপজেলা যুবলীগ সভপতি
এহসান আহমদ উজ্জ্বল, রিগেন, লিপন , তাজু ও শাওন।

সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাঃ রফিকুল ইসলাম জানান, আজ সকাল ৮.৫০ মিনিট ও ৯.৪৫ মিনিটের সময় এক ঘন্টার ব্যবধানে দুইটি টেন্ডার ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে। তিনি আরও জানান আগামীতে অন লাইনে দরপত্র আহ্বান করার পরিকল্পনা রয়েছে।

পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান বিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান আটককৃত দের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।