• ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

ছাতকে জাউয়াবাজার ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল গফফারের দাফন সম্পন্ন

bilatbanglanews.com
প্রকাশিত ফেব্রুয়ারি ১৩, ২০২২
ছাতকে জাউয়াবাজার ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল গফফারের দাফন সম্পন্ন

 

ছাতক প্রতিনিধি:ছাতকে জাউয়া বাজার ডিগ্রী (অনার্স) কলেজ’র অধ্যক্ষ আব্দুল গাফফারের দাফন সম্পন্ন। এদিকে অধ্যক্ষ আব্দুল গফফারের অকাল মৃত্যুতে শোকাভিভূত সহকর্মীসহ বিভিন্ন মহলের লোকজন শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। শনিবার সকালে জাউয়াবাজার কলেজ মাঠে মরহুমের প্রথম জানাজা ও বিকেলে নিজ গ্রাম ছাতক সদর ইউনিয়নের মল্লিকপুর গ্রামের মাঠে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্হানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়েছে। মরহুম অধ্যক্ষ আব্দুল গাফফার’র স্মৃতিবিজড়িত জাউয়া বাজার ডিগ্রী কলেজ মাঠে শনিবার সকাল সাড়ে ১১ টায় প্রথম নামাজে জানাজা অনুষ্টিত হয়। জানাজা পূর্ব আলোচনায় স্মৃতিচারণ করেন সুনামগজ্ঞ-৫, ছাতক-দোয়ারাবাজার নির্বাচনী এলাকার সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, ছাতক উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহবুবুর রহমান, গোবিন্দগন্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রী (অনার্স) কলেজ’র অধ্যক্ষ সুজাত আলী রফিক, ছাতক ডিগ্রী কলেজ’র ভারপ্রাপ্ত অধ্যক্ষ তুলশী চরণ দাস, অধ্যাপক মনি শংকর ভৌমিক,ছাতক উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক আলহাজ্ব সৈয়দ আহমদ, উপজেলা ভাইস চেয়ারম্যান, জাউয়াবাজার কলেজ গভর্ণিং বডির সদস্য আবু সাদাত মোহাম্মদ লাহিন, জাউয়াবাজার জামে মসজিদ’র ঈমাম ও খতিব হাফিজ সাঈদ আহমদ, জাউয়া মাদ্রাসার মোহতামীম মাও,আব্দুস ছোবহান, গোবিন্দনগর মাদ্রসার অধ্যক্ষ মাওঃ আব্দুস সালাম আল-মাদানী, ইউপি চেয়ারম্যান মাস্টার আওলাদ হোসেন, সাবেক চেয়ারম্যান আ’লীগ নেতা, জাউয়া কলেজ গভর্ণিংবডির সদস্য আলহাজ্ব নূরুল ইসলাম, সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কদর মিয়া,উত্তর খুরমা ইউনিয়নের চেয়ারম্যান বিল্লাল আহমদ, আ’লীগ নেতা বিশিষ্ট ব্যবসায়ী রেজা মিয়া তালুকদার, সিরাজুল ইসলাম, মরহুমের স্বজন আনোয়ার হোসেন প্রমুখ। জানাজায় সাবেক চেয়ারম্যান আকলুছ মিয়া, মুরাদ হোসেন, যুক্তরাষ্ট্র প্রবাসী নুরুল ইসলাম, জাউয়া ইউপি চেয়ারম্যান আব্দুল হক, সমতা স্কুল এন্ড কলেজ’র অধ্যক্ষ নাসির উদ্দিন, প্রবাসী আ’লীগ নেতা আশিকুল ইসলাম আশিক, প্রভাষক নাজমুল হক,গৌছুল হক নাঈমসহ বিভিন্ন স্কুল -কলেজ,মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী, জনপ্রতিনিধি,ব্যবসায়ী ও এলাকার লোকজন উপস্থিত ছিলেন। মরহুমের শেষ যানাজায় স্মৃতি চারণ করেন সাবেক পৌর মেয়র আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনু, ছাতক ডিগ্রি কলেজের প্রাক্তন অধ্যক্ষ মঈন উদ্দিন আহমদ, সদর ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা,মরহুমের স্বজন ফখর উদ্দিন প্রমুখ। এ জানাজায় অধ্যাপক ফখর উদ্দিন স্বপন,সাবেক চেয়ারম্যান শাহাজুল ইসলাম, সাবেক চেয়ারম্যান কুতুব উদ্দিন,সিলেটস্থ ছাতক সোস্যাল ফোরামের সভাপতি মহিবুর রহমান, সাধারণ সম্পাদক হাফিজ আহমেদ, মাওলানা আব্দুস সালাম, মাওলানা কামরুজ্জামান, মাওলানা ফজলুর রহমান,মাওলানা আবদুল গাফফার আল হাসান, মাস্টার তজন্মুল আলী, মাস্টার গোলাম হোসেন, মাস্টার আব্দুন নুর, মস্টার হেলালুল ইসলাম, মাস্টার নাসির উদ্দিন, মাস্টার নিজাম উদ্দিন, কামাল উদ্দিন,প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক আব্দুল আলিম, দলিল লিখক সমিতির সভাপতি আলহাজ্ব গিয়াস উদ্দিন, এড.রেজাউল করিম,এড.আব্দুস ছালাম, সামসু মিয়া,মানিক মিয়া, নাজমুল হোসেন, মাফিজ আলী, হাজী আলা উদ্দিন রুমেল,ফখরুল আলম, রিয়াদ চৌধুরী সহ মরহুমের স্বজন, সহকর্মীবৃন্দ, জনপ্রতিনিধি,শিক্ষক শিক্ষার্থী,সাংবাদিক, ব্যবসায়ী, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃ্বৃন্দ এবং এলাকার লোকজন অংশ নেন। জানাজায় উপস্হিত লোকজন মরহুম অধ্যক্ষ আব্দুল গাফফার’র মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবার বর্গের প্রতি সমবেদনা প্রকাশ করেন। শনিবার রাতে সিলেট নগরীর মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ কন্যা,১ পুত্র সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।