• ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ১২ই রজব, ১৪৪৬ হিজরি

কক্সবাজারে ৫ ভাই নিহতের মূলহোতা পিকআপ চালক গ্রেপ্তার

bilatbanglanews.com
প্রকাশিত ফেব্রুয়ারি ১২, ২০২২
কক্সবাজারে ৫ ভাই নিহতের মূলহোতা পিকআপ চালক গ্রেপ্তার

 

বিবিএন ডেস্ক: কক্সবাজারের চকরিয়ার মালুমঘাটে সড়ক দুর্ঘটনায় একসঙ্গে ৫ ভাই নিহত হওয়ার মূলহোতা পিকআপ চালক সাহিদুল ইসলাম সাইফুল কে ঢাকায় গ্রেপ্তার করেছে র‌্যাব।
শুক্রবার রাত পৌনে ১১টা নাগাদ রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ড্রাইভার স্বীকার করেছেন গাড়ি চাপা দেয়ার কথা।
এ বিষয়ে আজ বেলা সাড়ে ১২টায় ঢাকার কাওরান বাজার র‌্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করবে বলে জানা গেছে।

মঙ্গলবার ভোরে বাবার শ্রাদ্ধ উপলক্ষে ক্ষৌর কর্ম সেরে বাড়ি ফেরার পথে পিকআপ চাপায় নিহত হয় একই পরিবারের ৫ ভাই। গুরুতর আহত হয় আরও ৩ ভাইবোন। এ নিয়ে চকরিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।
অন্যদিকে স্বজন হারানোর শোকে মূহ্যমান পরিবারটির প্রয়াত পিতার শ্রাদ্ধানুষ্ঠান সম্পন্ন হয়েছে বেদনাবিধূর পরিবেশে। পিতার পর পাঁচ ভাইয়ের শ্রাদ্ধ অনুষ্ঠানও গভীর শোকাবহ পরিবেশে সম্পন্ন হয়েছে। ধর্মীয় রীতি অনুযায়ী মৃত্যুর চারদিন পর শুক্রবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে শ্রাদ্ধ অনুষ্ঠান সম্পন্ন হয়। এদিন হাজারখানেক মানুষকে খাওয়ানো হয়েছে।

সেই সময় সাদা শাড়ি পরা সদ্য বিধবা হওয়া ৫ ভাইয়ের স্ত্রী উপস্থিত হলে পুরো এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে।।