• ১৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

ছাতকে জাউয়াবাজার ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল গফফারের ইন্তেকাল

bilatbanglanews.com
প্রকাশিত ফেব্রুয়ারি ১২, ২০২২
ছাতকে জাউয়াবাজার ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল গফফারের ইন্তেকাল

 

ছাতক প্রতিনিধি: ছাতকের জাউয়াবাজার ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল গফফার ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি কলেজের প্রতিষ্টাকালীন সময় থেকে অধ্যক্ষের দায়িত্ব পালন করে আসছেন। সাদা মনের মানুষ অধ্যক্ষ আব্দুল গফফার ছাতক সদর ইউনিয়নের মল্লিকপুর গ্রামের বাসিন্দা মৃত সিকন্দর আলীর ৪র্থ পুত্র। শনিবার রাতে সিলেট নগরীর মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী,২ কন্যা,১ পুত্র, ৩ ভাইসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। শনিবার (১২ফেব্রুয়ারি) সকাল ১১ ঘটিকায় মরহুম অধ্যক্ষ আব্দুল গফফারের প্রথম জানাজা জাউয়াবাজার ডিগ্রী কলেজ মাঠে অনুষ্ঠিত হবে। বাদ আছর মল্লিক পুর গ্রামের বাড়িতে ২য় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হবে। সিলেটস্থ ছাতক সোস্যাল ফোরামের অন্যতম উপদেষ্টা,জাউয়াবাজার ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল গফফারের অকাল মৃত্যুতে আমরা শোকাভিভূত। মরহুমের আত্মার মাগফেরাত কামনা করছি।