নিজস্বপ্রতিবেদক: সুনামগঞ্জের দোয়ারাবাজারে মহিলাদের ঝগড়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের আঘাতে এক বৃদ্ধা নারীর মৃত্যু হয়েছে। এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুই নারীকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে উপজেলার দোহালিয়া ইউনিয়নের পাহাড়পুর গ্রামে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঘরের ছাদের পানি পড়াকে কেন্দ্র করে সোমবার সকালে পাহাড়পুর গ্রামের পার্শ্ববর্তী ঘরের মঈন উদ্দিনের স্ত্রী ও আবদুল হকের বোনদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায় তাদের মধ্যে মারামারি শুরু হয়। মারামারি থামাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় আহত হন মঈন উদ্দিনের মাতা গোলেস্তা বেগম (৭০)।
স্থানীয়রা গোলেস্তা বেগমকে গুরুতর আহত অবস্থায় ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ দেবদুলাল ধর জানান, ময়না তদন্ত শেষে রাত ১০টার দিকে লাশ দাফন সম্পন্ন হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তোতা মিয়ার কন্যা ঝর্ণা বেগম ও মনোয়ারা বেগমকে আটক করা হয়েছে।