• ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

ছাতকে পুলিশের হাতে অস্ত্রসহ গ্রেফতার হলেন ডাকাত কাইয়ুম

bilatbanglanews.com
প্রকাশিত ফেব্রুয়ারি ৭, ২০২২
ছাতকে পুলিশের হাতে অস্ত্রসহ গ্রেফতার হলেন ডাকাত কাইয়ুম

নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জের ছাতকে ডাকাতি প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ডাকাত সর্দার আবদুল কাইয়ুম (৪৮)কে আটক করেছে পুলিশ। সোমবার ভোরে থানা পুলিশের অভিযানে তাকে আটক করা হয়। সে উপজেলার দোলারবাজার ইউনিয়নের দক্ষিণ কুর্শি গ্রামের মৃত গৌছ আলীর ছেলে। একইদিন বিকেলে পুলিশ কর্তৃক দায়েরকৃত একটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে সুনামগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, ডাকাত সর্দার আবদুল কাইয়ূম শনিবার ভোর রাতে দক্ষিণ খুরমা ইউনিয়নের ভূইগাঁও গ্রামের বেশ কয়েকটি প্রবাসীর বাড়ীতে দলবল নিয়ে ও ধারালো অস্ত্র-শস্ত্রসহ ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো। এমন খবরের ভিত্তিতে থানার একদল পুলিশ দ্রুত গ্রামে উপস্থিত হলে ডাকাত দলের সদস্যরা দেশীয় অস্ত্র-শস্ত্র ঘটনাস্থলে রেখেই পালিয়ে যাওয়ার সময় ডাকাত সর্দার আবদুল কাইয়ূমকে আটক করে পুলিশ। এসময় বেশ কয়েকটি অস্ত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় থানার উপ-পরিদর্শক আনোয়ার মিয়া বাদী হয়ে ডাকাত সর্দার আবদুল কাইয়ুমসহ ১৩ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। থানায় ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ডাকাত সর্দার আবদুল কাইয়ুমের বিরুদ্ধে প্রায় ১৫টি চুরি, ডাকাতি, অস্ত্র, ধর্ষণসহ ও অন্যান্য মামলা আদালতে বিচারাধীন রয়েছে।