ছাতক প্রতিনিধিঃ ছাতকে বন্দরগাও ইসলামিয়া দাখিল মাদরাসার একাডেমিক ভবনের কাজ শুরু হয়েছে । এ ভবনের কাজ উদ্বোধন করেন নোয়ারাই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, এলাকার প্রবীণ মুরব্বী ও সালীশি ব্যাক্তিত্ব, অত্র মাদরাসার পরিচালনা কমিটির অভিভাবক সদস্য, আলহাজ্ব জুয়াদ আলী, সাবেক চেয়ারম্যান ও মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি আফজাল আবেদীন আবুল, ও যুক্তরাজ্য প্রবাসী ইউনিক ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান সমুজ আলী।

মাদরাসার সুপার ও বিশিষ্ট আলেম মাওলানা আব্দুল কাইয়ুমের সার্বিক সহযোগিতায় অন্যান্যদের মধ্যে আরো উপস্হিত ছিলেন, মস্তাব আলী, উস্তার আলী, আশ্রব আলী, আশরাফ আলী, মকদ্দুছ আলী প্রমুখ।

শিক্ষক বৃন্দের মধ্যে উপস্হিত ছিলেন, মাওলানা আব্দুল মান্নাফ (সহ সুপার) , মাওলানা নিয়ামত উল্লাহ, মাওলানা মেহেদী হাসান, মুন্না মন্ডল, মাহাবুব রহমান, মস্তফা আহমদ, অজুস্হা খাতুন, জোহরা খাতুন, মাহমুদুর রব, আক্তারুজ্জামান প্রমুখ।
