• ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১৭ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

প্রধানমন্ত্রী সাধারণ মানুষের জন্য সর্বদাই চিন্তা করেন- সুনামগঞ্জের জেলা প্রশাসক

bilatbanglanews.com
প্রকাশিত জানুয়ারি ২৮, ২০২২
প্রধানমন্ত্রী সাধারণ মানুষের জন্য সর্বদাই চিন্তা করেন- সুনামগঞ্জের জেলা প্রশাসক

নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বদাই সাধারণ মানুষের জন্য চিন্তা করেন। কিভাবে অসহায় দরিদ্র জনগোষ্টির জন্য কিছু করা যায় । গৃহহীন ও ভূমিহীনদের কিভাবে পুনর্বাসন করা যায় সেসব নিয়েই বিভিন্ন পরিকল্পনা করেন । সেই অনুযায়ী সারা দেশের গৃহহীন ও ভূমিহীনদের জন্য গৃহ নির্মাণ করে সুন্দর ঘর উপহার দিয়েছেন। অসহায় দরিদ্র জনগোষ্টির জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে বিভিন্ন সময় নানা রকম সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন। সাধারণ মানুষ ও খুব খুশি তারা প্রধানমন্ত্রীর জন্য প্রাণ ভরে দোয়া করেন।
শুক্রবার সকাল ১১ টায় সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জেলা ত্রাণ ও পুনর্বাসন শাখার উদ্যোগে ১০০ জন দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ কালে জেলা প্রশাসক এসব কথা বলেন। খাদ্য সামগ্রীর মধ্যে ১০ কেজি চাল, ১কেজি ডাল, ১ কেজি লবন, ১ কেজি চিনি, ২ কেজি চিড়া, ১ লিটার তেল ও এক প্যাকেট নুডুলস সহ জনপ্রতি সাড়ে ১৬ কেজি খাদ্য সামগ্রী বিতরণ করেন। এ সময় জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্ম কর্তা মোহাম্মদ সফিকুল ইসলাম, সাইফুল ইসলাম, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, সাংবাদিক শামস শামীম সহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানান প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ৫শ প্যাকেট খাদ্য সামগ্রী পেয়েছি। আজ ১শ দৃষ্টি প্রতিবন্ধীদের দিয়েছি। দিরাই উপজেলার অনাথ ও মুচি সম্প্রদায়ের মানুষ কে ১ শ এবং বাকী গুলো অন্যান্য উপজেলায় বিতরণ করা হবে।