• ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

দেশের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন:পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান

bilatbanglanews.com
প্রকাশিত জানুয়ারি ২০, ২০২২
দেশের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন:পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান

 

বিবিএন ডেস্ক: পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এমপি বলেছেন, দেশের অর্থনৈতিক উন্নয়নের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন প্রবাসীরা। বছরের পর বছর পরিবার-পরিজন ছেড়ে অর্থনৈতিক প্রয়োজন মেটাতে প্রবাসে পড়ে থাকা ব্যক্তিরা প্রবাসে শুধু অর্থের জন্য পড়ে থাকলেও এই অর্থ জোগানের মাধ্যমে দেশের মধ্যে বিদ্যমান বহু সমস্যার সমাধান হচ্ছে। যার জন্য এগিয়ে যাচ্ছে দেশ।
মন্ত্রী বলেন, প্রবাসীরা যে শুধু দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা পালন করছেন তা কিন্ত নয়। প্রবাসীরা দেশের শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। আমরা তাদের জন্য প্রতিবছর বৈদেশিক মুদ্রা অর্জন করছি।

তিনি সকল প্রবাসীদের দেশের স্বার্থে এগিয়ে আসার জন্য আহ্বান জানান। বৃহস্পতিবার (২০জানুয়ারি) সকালে নগরীর পাঠানটুলায় আঞ্জুমান আরা নূরানী মাদ্রাসা ও এতিমখানা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে তিনি উপরোক্ত কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, যুক্তরাজ্য আওয়ামী সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, মাদ্রাসার প্রতিষ্ঠাতা আঞ্জুমান আরা অঞ্জু, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক মোবাশ্বীর আলী, মহানগর আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক কাউন্সিলার মোখলিছুর রহমান কামরান, ছাতক পৌরসভার সাবেক মেয়র আব্দুল ওয়াহিদ মজনু, ভারপ্রাপ্ত মেয়র তাপস চৌধুরী, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এম রায়হান চৌধুরী, আলা উদ্দিন, সাবেক চেয়ারম্যান আফজাল আবেদীন আবুল, সাবেক কাউন্সিলর আছাব মিয়া মিনহাজ তাপস, ইশতিয়াক তানভীর, আবদুল মতিন,আলমগীর হোসেন শহিদুল ইসলাম, সাদঅমান মাহমুদ সানি, এহিয়া আবেদীন বাবু, আসাদ আহমেদ টিটু,রহিম আলী, জাকির হোসেনসহ নেতৃবৃন্দ।