• ১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ২০শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

সুনামগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে নানা পণ্য আটক

bilatbanglanews.com
প্রকাশিত জানুয়ারি ৮, ২০২২
সুনামগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে নানা পণ্য আটক
লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ: সুনামগঞ্জ জেলার  সীমান্তে বাগানবাড়ি বিওপির টহল দল ৭ জানুয়ারি দুপুর ২  টায় দোয়ারাবাজার উপজেলাধীন ৮নং বোগলাবাজার ইউনিয়নের তালতলা নামক স্থান হতে ৯৬ বোতল ভারতীয় মদ আটক করে, যার মূল্য ১, লক্ষ ৪৪, হাজার- টাকা।
ডুলুরা বিওপির টহল দল ৮ জানুয়ারি  বিশ্বম্ভরপুর উপজেলাধীন ১নং সলুকাবাদ ইউনিয়নের ধোপাজান চলতি নদীর চর হতে ২৯ বোতল ভারতীয় মদ আটক করে, যার মূল্য ৪৩ হাজার,৫শ- টাকা।
নারায়নতলা বিওপির টহল দল একই দিন সুনামগঞ্জ সদর উপজেলাধীন ১নং জাহাংগীর নগর ইউনিয়নের কামার ভিটা নামক স্থান হতে ২০ কেজি ভারতীয় জিরা আটক করে, যার আনুমানিক মূল্য ১০, হাজার টাকা।

আটককৃত ভারতীয় মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় এবং ভারতীয় জিরা শুল্ক কার্যালয় সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে জানিয়েছেন সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মাহবুবুর রহমান।