• ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ১০ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে প্রাণ হারালেন দুই যুবক

bilatbanglanews.com
প্রকাশিত জানুয়ারি ৬, ২০২২
বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে প্রাণ হারালেন দুই যুবক

সেন্টু আহমদ জিহান, আজমিরীগঞ্জ : হবিগঞ্জের আজমিরীগঞ্জে শিবপাশায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে।এলাকাবাসী জানান , গভীর রাতে বিদ্যুৎতের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে তারা বিদ্যুৎস্পৃষ্ট হয়।মৃত ব্যক্তিদের মধ্যে একজন কিশোরগঞ্জের জেলার ইটনা উপজেলার মৃগা ইউনিয়নের লাইমপাশা বড়হাটির গ্রামের বাসিন্দা মো. সালমান।অন্য একজনের পরিচয় এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ।স্থানীয় লোকজন বৃহস্পতিবার সকালে বৈদ্যুতিক খুঁটিতে একজনকে পোড়া অবস্থায় ঝুলতে দেখে। আরেকজনের মরদেহ মাটিতে পড়ে ছিল।এরপর তারা পুলিশকে বিষয়টি জানায়। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহগুলো উদ্ধার করেছেন।ওসি বলেন, ‘ধারণা করা হচ্ছে, ট্রান্সফরমার চুরির সময় তারা দুজন বিদ্যুৎস্পৃষ্ট হয়। খুঁটির নিচের পুকুরে দুটি ট্রান্সফরমার পাওয়া গেছে।’