• ২৬শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৩রা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

জগন্নাথপুরে সিএনজি ও ট্রাক্টরের মুখোমুখি সংর্ঘষে নিহত ২

bilatbanglanews.com
প্রকাশিত জানুয়ারি ২, ২০২২
জগন্নাথপুরে সিএনজি ও ট্রাক্টরের মুখোমুখি সংর্ঘষে নিহত ২
লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নে আলীগঞ্জ নামক স্থানে সিএনজি ও ট্রাক্টর এর মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। রোববার (০২ জানুয়ারি) সকালে ঢাকা-সুনামগঞ্জ রোডে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের ওমরপুর গ্রামের  সিএনজি ড্রাইবার শুভ (২৫), অপর নিহত জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের রসুলপুর গ্রামের আমির হোসেন (৫৫) রোববার সকাল ৮টার দিকে জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের আলীগঞ্জ এলাকার ঢাকা-সুনামগঞ্জ রোডে রানীগঞ্জগামী একটি সিএনজি অটোরিকশার সঙ্গে ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি অটোরিকশার চালক সহ দুজন ঘটনাস্থলে নিহত হয়। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
জগন্নাথপুর থানার এসআই ওবায়েদ উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সিএনজি অটোরিকশা ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আমরা দুজনের মরদেহ উদ্বার করেছি। তবে টাক্টরের চালককে গ্রেফতারের চেষ্টা চলছে।##