• ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৫ই রজব, ১৪৪৬ হিজরি

ছাতকে কম্বল বিতরণ করলো মরহুম মাওলানা আবদুল আজিজ স্মৃতি পাঠাগার

bilatbanglanews.com
প্রকাশিত জানুয়ারি ২, ২০২২
ছাতকে কম্বল বিতরণ করলো মরহুম মাওলানা আবদুল আজিজ স্মৃতি পাঠাগার

নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জের ছাতকে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। রোববার দুপুরে উপজেলার ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের রাধানগর গ্রামে মরহুম মাওলানা আবদুল আজিজ স্মৃতি পাঠাগারের উদ্যোগে শীতার্তদের মধ্যে এসব কম্বল বিতরণ করা হয়।

রাধানগর মোহাম্মদিয়া দাখিল মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি আবদুস ছোবহান এর সভাপতিত্বে ও মাছুম আহমদের পরিচালনায় কম্বল বিতরণী পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ছৈলা-আফজলাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গয়াছ আহমদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, রাধানগর মোহাম্মদিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা শামছুল কবির মিছবাহ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, ছাতক পৌরসভার ৫নং ওয়ার্ডের কাউন্সিলর আছাব মিয়া, রাজনীতিবীদ গৌছ উদ্দিন, শিক্ষক মাওলানা শাখাওয়াত হোসেন শওকত, মরহুম মাওলানা আবদুল আজিজের ভাই আবদুল হাফিজ, ছাতক প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক কাজি রেজাউল করিম রেজা, ইউপি সদস্যা চন্দ্রবান বিবি, স্থানীয় মুসা মিয়া, মাছুম আহমদ প্রমুখ। এর আগে স্মৃতি পাঠাগারের পক্ষ থেকে অনুষ্ঠানের প্রধান অতিথি চেয়ারম্যান গয়াছ আহমদ ও বিশেষ অতিথি ছাতক পৌর কাউন্সিলর আছাব মিয়াকে সম্মাননা হিসেবে ক্রেষ্ট তুলে দেয়া হয়।

পরে মরহুম মাওলানা আবদুল আজিজ স্মৃতি
পাঠাগারের পক্ষ থেকে গ্রামের গরীব অসহায় শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করেন অতিথিবৃন্দ।