• ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

ধর্ম পাশায় নির্মিতব্য গৃহহীন ও ভূমিহীনদের ঘর,জমি পরিদর্শনে ডিসি

bilatbanglanews.com
প্রকাশিত জানুয়ারি ২, ২০২২
ধর্ম পাশায় নির্মিতব্য গৃহহীন ও ভূমিহীনদের ঘর,জমি পরিদর্শনে ডিসি
সুুুনামগঞ্জ প্রতিনিধি: ১ জানুয়ারি,  মুজিববর্ষ উপলক্ষে  প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক সুনামগঞ্জ ধর্মপাশা উপজেলার ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য  প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর উপহার স্বরূপ জমি ও গৃহ প্রদান কার্যক্রমের আওতায় ঘর নির্মাণ কাজ সরেজমিন পরিদর্শন করেন  মোঃ জাহাঙ্গীর হোসেন, জেলা প্রশাসক, সভ। এ সময়ে  মোঃ মুনতাসির হাসান, উপজেলা নির্বাহী অফিসার, ধর্মপাশাসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, ভূমিহীন ও গৃহহীন পরিবারের উপকারভোগী সদস্যগণ এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে তিনি নির্মানাধীন প্রকল্পের ঘরগুলো ঘুরে দেখেন এবং নির্বাচিত পরিবারগুলোর সঙ্গে কথা বলেন ও তাদের অবস্থার খোঁজখবর নেন। তিনি মানসম্মতভাবে দ্রুততম সময়ে ঘর নির্মাণ কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করেন। তাছাড়া ঘরের নির্মান কাজ নিয়মিত পরিদর্শন ও তদারকির জন্য ও উপস্থিত সকলকে অনুরোধ করেন।