নিজস্ব প্রতিবেদক:ছাতকে মুক্তিযোদ্ধা-জনতা মহাসমাবেশের সময় সূচী অনিবার্য কারণে পরিবর্তন হয়েছে। আগামীকাল শুক্রবার সকাল সাড়ে ১০ টা ছাতক শেখ রাসেল মিনি স্টেডিয়ামে (মন্টু বাবুর মাঠ) অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট সূত্রে জানাযায়, আগামীকাল শুক্রবার অনুষ্ঠেয় মুক্তিযোদ্ধা-জনতা মহাসমাবেশ অনিবার্য কারণে বিকাল ২টার পরিবর্তে সকাল ১০.৩০টায় অনুষ্ঠিত হবে।
পরিবর্তিত সময়সূচী অনুযায়ী সমাবেশে উপস্থিত হওয়ার জন্য সকলকে বিনীত অনুরোধ জানিয়েছেন ছাতক দোয়ারা আসনের সংসদ সদস্য জননেতা মুহিবুর রহমান মানিকের ব্যক্তিগত সহকারী (পিএস) মোসাহিদ আলী।
অপরদিকে, ছাতকে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের আগমন উপলক্ষে শহরের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে জনসভা সফলের লক্ষ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ছাতকে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা গণসংযোগ, মতবিনিময় সভা করছেন।

এদিকে, ছাতকে মুক্তিযোদ্ধা- জনতা সমাবেশ সফল করার লক্ষে উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের ৭,৮ও ৯ ওয়ার্ডের নব নির্বাচিত সদস্য, সাবেক সদস্য ও এলাকাবাসীর সাথে মতবিনিময় সভা করেছেন উত্তর খুরমা ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিল্লাল আহমদ। বৃহস্পতিবার সকালে উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের আমেরতল গ্রামে আমজনতা বাংলা ঘরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় ৩১ ডিসেম্বর শুক্রবার সকাল সাড়ে ১০ টায় ছাতক শহরের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে (মন্টু বাবুর মাঠ) অনুষ্টিত মুক্তিযোদ্ধা-জনতা মহাসমাবেশে এলাকার সর্বস্তরের লোকজনের উপস্থিতি কামনা করে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদ। তিনি সমাবেশ সফল করার লক্ষে উত্তর খুরমা ইউনিয়নের সর্বস্তরের জনসাধারনকে সমাবেশে যথাসময়ে উপস্থিত হয়ে,সমাবেশ সফল করার আহ্বান জানান। মতবিনিময় সভায় নব নির্বাচিত ইউ পি সদস্য ও সাবেক সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অপর দিকে ,ছাতকে উপজেলা আওয়ামী লীগ এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে গত রবিবার রাতে শহরের মরহুম সুনু মিয়া চৌধূরীর বাড়িতে এ সভা অনুষ্ঠিত হয়।

প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ছাতক-দোয়ারা নির্বাচনী এলাকার সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক। মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী ৩১ ডিসেম্বর ছাতকে আসছেন। তিনি ছাতক শহরে নবনির্মিত অত্যাধুনিক মুক্তিযোদ্ধা সংসদ ভবন আনুষ্ঠানিক ভাবে উদ্ভোধন করবেন। পরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে (মন্টু বাবুর মাঠ) আওয়ামীলীগের উদ্যোগে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।

মন্ত্রীর আগমন ও জনসভা সফলের লক্ষ্যে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ছাতক পৌর সভার সাবেক মেয়র ও পৌর আওয়ামীলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনু। সভায় বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক আলহাজ্ব সৈয়দ আহমদ,পৌর আওয়ামীলীগের সন্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক চাঁন মিয়া চৌধূরী,যুগ্ম আহবায়ক ও পৌর সভার ভারপ্রাপ্ত মেয়র তাপস চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আনোয়ার রহমান তোতা মিয়া, বীর মুক্তিযোদ্ধা আমীর আলী বাদশা, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা হাজী নিজাম উদ্দিন বুলি, আওয়ামীলীগ নেতা আফজাল হোসেন, মোশাহিদ আলী, সামছু মিয়া,জামাল উদ্দিন, এরশাদ আলী, নিতাই রায়, এমরুল হক চৌধুরী লিটন, আনিসুর রহমান চৌধুরী সুমন, সাব্বির আহমদ, ইশতিয়াক তানভীর, উপজেলা ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক, আওয়ামীলীগ নেতা আলা উদ্দিন, আব্দুল কাহার, ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদ, সাবেক চেয়ারম্যান আফজাল আবেদীন আবুল, সাবেক কাউন্সিলর আছাব মিয়া, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি বাবুল রায়, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি উবায়দুর রউফ বাবলু,সহ সভাপতি রঞ্জন কুমার দাস, শ্রমিক লীগের আব্দুল কুদ্দুস, জামাল উদ্দিন, জামিল আহমদ, অবসরপ্রাপ্ত সেনা সদস্য রফিক মিয়া, যুবলীগ নেতা বক্তার হোসেন,কুহিন চৌধুরী, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি সহিদুল ইসলাম, আবু শামীম, শিপু চৌধুরী, যুবলীগের ফাবিল আহমদ পাভেল প্রমুখ। এ সময় আওয়ামীলীগ নেতা সুলেমান আহমেদ, রুয়েল চৌধুরী, আব্দুল মতিন,মিনহাজ তাপস, আব্দুল্লাহ মিয়া,কুতুব উদ্দিন, জসিম উদ্দিন, শামসুল হক, আশরাফ রব্বানী, আলা উদ্দিন, জামাল মিয়া,দুলাল মন্ডল, তাজুল ইসলাম, সামসুল হক,ইউ পি সদস্য ফজলু মিয়া, নুরুল হক, যুবলীগ নেতা জাকির হোসেন, অঞ্জন দাস,ইকবাল হোসেন, মঞ্জু মিয়া,নুর আলম, মাহবুব মিয়া,রহিম আলী, আদনান মাহমুদ রনি,আজিম উদ্দিন, খায়রুল হুদা,এহিয়া আবেদীন বাবু,নিয়াজ আহমেদ, জাকির মিয়া,অঞ্জন কুমার দাস,শ্রমিকলীগের আজিজুর রহমান, বুলবুল কুমার দাস,জাকির আহমেদ, নিশি গোস্বামী, ছাত্রলীগের ইয়ামান চৌধুরী,আলী আহমদ, অয়ন দাস,রিপন আহমেদ, লাহিন মিয়া, হাসান আহমদসহ আওয়ামীলীগ,যুবলীগ,স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগ,মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।