বিবিএন ডেস্ক: গত ২৬ ডিসেম্বর বক্সিং ডের দিন মানে সকাল ইস্ট লন্ডনের ফরেস্ট গেটে এলাকা থেকে একজন নারীর মৃতদেহ উদ্ধার করেছে ইস্ট লন্ডন পুলিশ। ক্রিস্টি লুইট অ্যাসলে নামের ২৯ বছরের নারীর হত্যার অভিযোগে সন্দেহ ভাজন একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ বলছে, গ্রেফাতরকৃত ২৬ বছরের যুবকের নাম ইহায় আবুকার। এই যুবককে আলর্হাম কোর্টে হাজির করা হয়েছিলো আজ ২৮ তারিখ রবিবার। তাকে বর্তমানে জেলে দেওয়া হয়েছে বলে কোর্টের পক্ষ থেকে জানানো হয়েছে। একই সাথে মৃত ক্রিস্টি ও আলর্হাম একে অপরের পরিচিত বলে জানিয়েছে কোর্ট। এদিকে মৃত ক্রিস্টিরি বোন কওমি জানান, তিনি ফেইজবুকের মাধ্যমে জেনে তার বোনকে যে হত্যা করা হয়েছে তা জানতে পরেছে।
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ফরেস্ট গেট এলাকার এলর্হাম গ্রোভ এলাকা থেকে ২৬ ডিসেম্বর সকাল ১২ টার দিকে কল আসে। যে ঠিকানা থেকে ফোন আসে সেই জায়গায় গিয়েই ২৯ বছরের একজন নারীর মৃতদেহ উদ্ধার করা হয়।