• ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

১০ মণ ওজনের শাপলাপাতা মাছের দাম ৬৫ হাজার টাকা

bilatbanglanews.com
প্রকাশিত ডিসেম্বর ২৯, ২০২১
১০ মণ ওজনের শাপলাপাতা মাছের দাম ৬৫ হাজার টাকা

 

বিবিএন ডেস্ক: কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে ১০ মণ ওজনের বিশাল আকৃতির একটি শাপলাপাতা মাছ। মাছটি ৬৫ হাজার টাকায় বিক্রি হয়েছে বলে জানা গেছে।

বুধবার দুপুরে মৎস্যবন্দর আলীপুরের বিএফডিসি মার্কেটে এটি বিক্রির জন্য নিয়ে আসেন জেলেরা। শাপলাপাতা মাছটি এক নজর দেখতে স্থানীয় উৎসুক জনতা ভিড় জমান আড়ত ঘাটে।

জেলেরা জানান, চট্টগ্রামের বাঁশখালীর একটি নামবিহীন ট্রলারের জেলেদের জালে এ মাছটি সাগরে ধরা পড়ে। জাল থেকে এটিকে ট্রলারে তুলতে তাদের বেগ পেতে হয়েছে বলে জানিয়েছেন জেলেরা। পরে স্থানীয় মৎস্যবন্দর আলীপুরের মহেষখালী ফিস আড়ত ঘাটে নিয়ে আসা হয়। ঢাকার এক ব্যবসায়ীর কাছে ৬৫ হাজার টাকায় মাছটি বিক্রি করেছেন ওই আড়তের মালিক ইউসুফ হাওলাদার।

এ প্রসঙ্গে কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা যুগান্তরকে বলেন, শাপলাপাতা মাছ ধরা এবং বিক্রি সম্পূর্ণ অবৈধ। এ বিষয়ে জেলেদের মধ্যে সচেতনতামূলক কার্যক্রম বৃদ্ধি করতে হবে।