• ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

সুদানে সোনার খনিধসে নিহত ৩৮

bilatbanglanews.com
প্রকাশিত ডিসেম্বর ২৯, ২০২১
সুদানে সোনার খনিধসে নিহত ৩৮

আন্তর্জাতিক ডেস্ক: সুদানে মঙ্গলবার একটি সোনার খনিধসে কমপক্ষে ৩৮ জন নিহত হয়েছেন।
দেশটির পশ্চিম খোরদোফান প্রদেশের একটি পরিত্যক্ত সোনার খনিধসে আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। খবর আল অ্যারাবিয়ার।
সুদানের রাষ্ট্র পরিচালিত খনি কোম্পানি এক বিবৃতিতে জানায়, রাজধানী খার্তুম থেকে ৭০০ কিলোমিটার দক্ষিণে ফুজা গ্রামে মঙ্গলবার একটি পরিত্যক্ত খনি ধসে পড়েছে।
এতে অনেকেই আহত হয়েছেন বলা হলেও এর সুনির্দিষ্ট কোনো সংখ্যা তারা জানাননি।
স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়, দারসায়া খনিতে বেশ কয়েকটি খাদ ধসে পড়েছে। এতে আগত অন্তত আটজনকে স্থানীয় হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে খনি ধসের বেশ কিছু ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে।