• ২৬শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৩রা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

তাহিরপুরে ভূমিহীন ও গৃহহীনদের ঘরের নির্মাণ কাজ পরিদর্শনে সুনামগঞ্জের জেলা প্রশাসক

bilatbanglanews.com
প্রকাশিত ডিসেম্বর ২৮, ২০২১
তাহিরপুরে ভূমিহীন ও গৃহহীনদের ঘরের নির্মাণ কাজ পরিদর্শনে সুনামগঞ্জের জেলা প্রশাসক

নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জের তাহিরপুরে ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য মুজিবর্বষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে তৃতীয় পর্যায়ে বরাদ্দর ২৮টি ঘরের নির্মাণ কাজ এবং ৫০টি ঘরের জমি পরিদর্শন করেছেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। মঙ্গলবার দুপুর দুইটার দিকে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের মানিগাঁও গ্রাম সংলগ্ন খাস জমিতে ২৮টি ঘরের নির্মাণ কাজ, ৫০টি ঘরের জমি পরিদর্শন করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন,অতিরিক্ত জেলা প্রশাসক বিজন কুমার সিংহ, তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবির, সহকারী কমশিনার (ভূমি) মো. আলাউদ্দনি, সুনামগঞ্জ রিপোর্টাস ইউনিনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, যুগান্তরের তাহিরপুর ষ্টাফ রিপোর্টার হাবিব সরোয়ার আজাদ, মানবজমিন প্রতিনিধি এম.এ রাজ্জাক, ডেল্টা টাইমস প্রতিনিধি রাহাদ হাসান মুন্না, সিলেটের দিনকাল প্রতিনিধি মহিবুর রহমান প্রমুখ।