• ৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৩শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ , ৪ঠা রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জে বৈশাখী টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

bilatbanglanews.com
প্রকাশিত ডিসেম্বর ২৭, ২০২১
সুনামগঞ্জে বৈশাখী টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জে বৈশাখী টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি, কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হয়েছে। সোমবার সকালে সুনামগঞ্জ রিপোর্টাস ইউনিটি কার্যালয়ে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকীর সূচনা করেন বিরোধী দলীয় হুইপ সংসদ সদস্য এডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ।

পরে আলোচনা সভায় সুনামগঞ্জ সংবাদদাতা কর্ণ বাবু দাস এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ রিপোর্টাস ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান পীর, সুনামগঞ্জ রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক হিমাদ্রি শেখর ভদ্র, সাবেক সাধারণ সম্পাদক এমরানুল হক চৌধুরী, বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি মাসুম হেলাল, যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি আমিনুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট টিভির প্রতিনিধি জাকির হোসেন, একুশে টিভির আব্দুস সালাম, আজকালের খবরের প্রতিনিধি আমিনুল হক, বাংলানিউজের প্রতিনিধি আশিকুর রহমান পীর,দৈনিক আমাদের নতুন সময় প্রতিনিধি দেওয়ান তাসাদদুক রাজবি ইমন, বিজনেস বাংলাদেশের দিলাল আহমেদ, এশিয়ান টিভির প্রতিনিধি আল আমিন, সাংবাদিক শামসুল কাদির মিসবাহ দৈনিকযায়যায়দিন প্রতিনিধি, ঝুনু চৌধুরী, দৈনিকজৈন্ত, বার্তা প্রতিনিধি মনোয়ার চৌধুরী প্রমুখ।

এসময় বক্তারা বলেন, বৈশাখী টেলিভিশন সম্প্রচারের শুরু থেকে মানসম্পন্ন প্রোগ্রাম দর্শকদের উপহার দিয়ে আসছে। অনেক চড়াই-উতরাই পেরিয়ে ১৭ বছরে পা রেখেছে। বর্তমানে যেকয়টা টেলিভিশন সত্য ও সুন্দরের পক্ষে সংবাদ পরিবেশন করে তার মধ্যে বৈশাখী টেলিভিশন অন্যতম। আলোচনা সভা শেষে পৌর শহরে র‍্যালি অনুষ্ঠিত হয়।