• ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

যুক্তরাজ্যে নতুন বছরে ২৫ দিন তুষার ও বরফ পড়ার সম্ভাবনা

bilatbanglanews.com
প্রকাশিত ডিসেম্বর ২৬, ২০২১
যুক্তরাজ্যে নতুন বছরে ২৫ দিন তুষার ও বরফ পড়ার সম্ভাবনা

বিবিএন ডেস্ক: যুক্তরাজ্যে ক্রিসমাসের পর আবহাওয়া অফিসের কর্মকর্তারা জানিয়েছে আরও ২৫ দিন ব্রিটেনজুড়ে আবহাওয়ায় তুষারপাত সহ ব্যাপকভাবে তাপমাত্রা কমতে পারে। এক্ষেত্রে মাইনাস ১২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নামতে পারে বলে আশঙ্কা করছেন তারা। এমনটা হলে ২০২২ সালের জানুয়ারি মাস পর্যন্ত আবহাওয়ার এমন অবস্থা থাকতে পারে।

মেট অফিসের আবহাওয়াবিদরা বলছেন, এমনকি জানুয়ারির শেষে ফেব্রুয়ারী মাসেও এমন পরিস্থিতি বিরাজ করতে পারে। ব্রিটেনের উত্তর অঞ্চলে ২৫ দিন এবং দক্ষিণ অঞ্চলে ১৫ দিন পর্যন্ত আবহাওয়ার এই অবস্থা থাকতে পারে। বিশ্বের প্রধান আবহাওয়া পূর্বাভাস দানকারী প্রতিষ্ঠান এইসব তথ্য দিয়েছে। তারা বলছে, ঠান্ডা বাতাসের সাথে মাইনাস ১২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে পারে। তুষারপাত এবং বরফের কারণে অনেক জায়গায় রোড এক্সিডেন্টের ঘটনা ঘটে। আর তাই দূর্ঘটনা রোধে আগাম ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করছেন যুক্তরাজ্যের পরিবহন ব্যবসায়ীরা।

সংস্থাটির মেটেওরোলজিক্যাল অপারেশন এর প্রধান লিওন ব্রাউন বলেন, গত ১০ বছরের শীতের ঠান্ডার চেয়ে এবারে রেকর্ড পরিমাণ আবহাওয়া ঠান্ডা থাকতে পারে। নর্দার্ন ইংল্যান্ড এবং আয়ারল্যান্ডে ২০-২৫ দিন এবং দক্ষিনাঞ্চলে ১০-১৫ দিন এমন আবহাওয়া থাকবে। জানুয়ারির পরেও এই পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। এতে সবচেয়ে ঝুঁকির মুখে পড়বে ট্রাভেল ব্যবসা।

সাবেক বিবিসি অ্যান্ড মেট অফিসেত ফরকাস্টার জন হ্যামন্ড বলেন, অন্য যেকোনো সময়ের চেয়ে জানুয়ারি মাস হতে যাচ্ছে সবচেয়ে ঠান্ডার মাস। ঠান্ডা বাতাস প্রবাহ এটাকে আরও বাড়িয়ে দিবে।

এদিকে ব্রিটেনের আবহাওয়াবিদরা মাত্র উদযাপন হয়ে যাওয়া ক্রিসমাসকে হোয়াইট ক্রিসমাস বা তুষারপাতের ক্রিসমাস হওয়ার আশঙ্কা করলেও তুষার পাত হয়নি। তবে কিছু কিছু এলাকায় তুষার পাতের ঘটনা ঘটেছে।