• ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

ডিএনএ টেষ্টের মাধ্যমে ব্রিটেনে ধরা পরেছে বাংলাদেশী ধর্ষক

bilatbanglanews.com
প্রকাশিত ডিসেম্বর ২৬, ২০২১
ডিএনএ টেষ্টের মাধ্যমে ব্রিটেনে ধরা পরেছে বাংলাদেশী ধর্ষক

বিবিএন ডেস্ক: ডিএনএ টেষ্টের মাধ্যমে ব্রিটেনে একজন বাংলাদেশী যুবককে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করে শাস্তি দেয়া হয়েছে।

জানালা ভেঙে ঘরে প্রবেশ করে ঘুমন্ত এক নারীকে যৌণ হয়রানীর অভিযোগে ল্যাঙ্কাশায়ারে মামুন আহমেদ নামের বাংলাদেশী এক যুবককে কারাদন্ড দিয়েছে প্রিস্টন ক্রাউন কোর্ট। কোর্টের পক্ষ থেকে বলা হয়েছে, যৌণ হয়রানীর অভিযোগে মামুন আহমেদকে চার বছর চার মাস জেল দেওয়া হয়েছে। মামুন আহমেদের বয়স ৩৩ বছর।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, মামুন আহমেদ চলতি বছর অক্টোবর মাসে ল্যাঙ্কাস্টারে সেন্ট জর্জ কোয়ে এলাকার একটি বাড়ির জানালা ভেঙে ঘরে প্রবেশ করে। প্রথমে মামুন আহমেদ সেই বাড়ির মোবাইল ফোন চুরি করে এরপর সে ভুক্তভূগী নারীর শোয়ার ঘরে প্রবেশ করে।

এই রাস্তার এক বাসায় ঢুকে অপরাধ সংগঠিত করে
এই রাস্তার এক বাসায় ঢুকে অপরাধ সংগঠিত হয়

 

তদন্তকারী পুলিশের কাছে ভুক্তভোগী নারী জানান, তিনি গভীর ঘুমে ছিলো। এক সময় তিনি টের পেলেন তার বিছানায় কেউ একজন আছে এবং তাকে ধর্ষন করার চেষ্টা করছে। এরপর এই নারী চিৎকার করলে তার পাশের রুমের মানুষ সেই রুমে চলে আসলে মামুন আহমেদের  সাথে তার ধস্তাধস্তি হয়। এবং সেখান থেকে অপরাধী পালিয়ে যায়। ধস্তাধস্তি থেকে ঝরা রক্ত থেকে ডিএনএ পরীক্ষার মাধ্যমে মামুনকে শনাক্ত করা হয়।

এই জ্যাকেট পরা ছিলো অপরাধের সময়
অপরাধ করার সময় এই জ্যাকেট পরা ছিলো মামুনের

 

কোর্টের পক্ষ থেকে বলা হয়েছে, ভুক্তভোগীর বর্ননা অনুযায়ী ঘটনার পর যখন তারা মামুন আহমদকে খুজে বের করেন তখন সে একই জ্যাকেট পরা ছিলো।  যা ভুক্তভোগী নারী বর্ননা করেছিলো।

ঘটনার শিকার নারী বলেছেন, সেই দিন রাতের ঘটনা তার জন্য ভোলা এতো সহজ নয়। তবে অপরাধীকে ধরে, তাকে যে কোর্ট শাস্তি দিয়েছে তার জন্য কোর্টকে ধন্যবাদ জানান সেই নারী।(রানার মিডিয়া)