নিজস্ব প্রতিবেদক::ছাতকে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় লুৎফুর রহমান শাওন(২৮) নামের এক সাংবাদিক-কে গ্রেফতার করেছে ছাতক থানা পুলিশ। সে সিলেট থেকে প্রকাশিত দৈনিক বিজয়ের কন্ঠ পত্রিকার ছাতক প্রতিনিধি ও ছাতক পৌরসভার ৪ নং ওয়ার্ডের গনক্ষাই গ্রামের কালা মিয়ার পুত্র। শুক্রবার দিবাগত-রাত ১২ টা ৩০ ঘটিকার সময় নিজ বাড়ী থেকে থানার এস,আই নাজমুল হাসান শেখ তাকে আটক করেন বলে জানা গেছে। জানাযায়, ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের আব্দুল আউয়ালের পুত্র মাহবুব আলম বাদী হয়ে সাংবাদিক লুৎফুর রহমান শাওনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করলে থানা পুলিশ অভিযোগটি আমলে নিয়ে মামলা হিসাবে ছাতক থানায় রেকর্ড করে ( মামলা নং ২০ তারিখঃ২৫/১২/২০২১ ইং) আসামিকে গ্রেফতার করে শনিবার সকালে জেল হাজতে প্রেরন করে। এদিকে সাংবাদিক লুৎফুর রহমান শাওন কে মিথ্যা মামলায় গ্রেফতার করায় ছাতকের সাংবাদিক মহলে অসন্তোষ ও ক্ষোভ লক্ষ্য করা গেছে। সাংবাদিক শাওনের পিতা কালা মিয়া জানান আমার ছেলের বিরুদ্ধে সরযন্রমূলকভাবে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। ছাতক থানার ওসি ( চঃদাঃ) মিজানুর রহমান মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে জানান, আসামিকে গ্রেফতার করে আদালতে প্রেরন করা হয়েছে।