• ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ৩০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

দোয়ারাবাজার উপজেলার নব নির্বাচিত চেয়ারম্যানদের শপথ পাঠ

bilatbanglanews.com
প্রকাশিত ডিসেম্বর ২৪, ২০২১
দোয়ারাবাজার উপজেলার নব নির্বাচিত চেয়ারম্যানদের শপথ পাঠ

নিজস্ব প্রতিবেদক:
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ৯ ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যানদের শপথ অনুষ্টান হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় সুনামগঞ্জ জেলা প্রশাসক সম্মেলন কক্ষে নব নির্বাাচিত চেয়ারম্যনদের শপথ পাঠ করান জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক অসিম চন্দ্র বনিক,অতিরিক্ত জেলা প্রশাসক তামিম আল ইয়ামিন,দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাংশু কুমার সিংহ,জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার স¤্রাট হোসেন।
উৎসবমুখর পরিবেশে শপথ অনুষ্টানে নেতাকর্মীদের নিয়ে উপস্থিত হন নব নির্বাচিত চেয়ারম্যানরা। শপথ গ্রহন করেন দোয়ারাবাজার ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান আব্দুল হামিদ,বাংলাবাজার ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন,লক্ষিপুর ইউপি চেয়ারম্যান জহিরুল ইসলাম,সুরমা ইউপি চেয়ারম্যান বীর প্রতিক এমএ হালিম,দোহালিয়া ইউপি চেয়ারম্যান শামিমুল ইসলাম,পান্ডারগাঁও ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ,বোগলাবাজার ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মিলন খান,নরসিংহপুর ইউপি চেয়ারম্যান নুর উদ্দিন আহমদ,মান্নারগাঁও ইউপি চেয়ারম্যান মো: ইজ্জত আলী।