• ২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ , ১০ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ২৪শে রমজান, ১৪৪৬ হিজরি

ইউক্রেন নিয়ে রাশিয়ার ‘আগ্রাসী’ বক্তব্যের নিন্দা লন্ডনের

bilatbanglanews.com
প্রকাশিত ডিসেম্বর ২৪, ২০২১
ইউক্রেন নিয়ে রাশিয়ার ‘আগ্রাসী’ বক্তব্যের নিন্দা লন্ডনের

বিবিএন ডেস্ক: ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ইউক্রেন বিষয়ে ক্রেমলিনের আগ্রাসী বক্তব্যের এবং সাবেক সোভিয়েত দেশের সীমান্তের কাছে সামরিক বাহিনীর উপস্থিতির নিন্দা জানিয়েছেন। খবর এএফপি’র।
ইউক্রেন সীমান্তে এবং রাশিয়ার জোর পূর্বক বর্ধিত ক্রিমিয়ায় সৈন্য মোতায়েন ‘অগ্রহণযোগ্য’ উল্লেখ করেছেন তিনি।
এক বিবৃতিতে পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রুস বলেন, “আমি ইউক্রেন ও ন্যাটোর বিরুদ্ধে ক্রেমলিনের আগ্রাসন ও উস্কানিমূলক বক্তব্যের নিন্দা জানাচ্ছি।”
উল্লেখ্য, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুঁশিয়ার করেছেন যে, ইউক্রেন সংঘাত নিয়ে পশ্চিমাদের অবন্ধুসুলভ পদক্ষেপের জবাবে রাশিয়া সামরিক পদক্ষেপ নেয়ার জন্যে প্রস্তুত।
পুতিন গত কয়েক সপ্তাহ ধরেই মস্কো সীমান্তে উত্তেজনা বাড়ানোর জন্যে যুক্তরাষ্ট্র ও ন্যাটো সামরিক জোটকে দায়ী করে আসছেন। তবে এটিই হলো তার প্রথম বক্তব্য যেখানে সম্ভাব্য সংঘাতের ইংগিত দেয়া হয়েছে।