• ২রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ৩রা শাবান, ১৪৪৬ হিজরি

ইংল্যান্ডে তুষার ঝড়ের ও সাদা ক্রিসমাসের সম্ভাবনা

bilatbanglanews.com
প্রকাশিত ডিসেম্বর ২২, ২০২১
ইংল্যান্ডে তুষার ঝড়ের ও সাদা ক্রিসমাসের সম্ভাবনা

বিবিএন ডেস্ক: মেট অফিস জানিয়েছে আসছে ক্রিসমাসে ব্রিটেনের মানুষ তুষারপাত দেখতে পারে। তার মানে আসছে ২৫ ডিসেম্বর সাদা ক্রিসমার হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে মেট অফিস। একই সাথে আগামী সপ্তাহে দেশটিতে তুষার ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে, ক্রিসমাসের দিনে স্কটল্যান্ড, নর্দান ইংল্যান্ড ও ওয়েলসে বিকেলে তুষার পরতে পারে। একই সাথে ২৬ ডিসেম্বর সকালে ৭ সেন্টিমিটার পর্যন্ত তুষার পরা সম্ভাবনা রয়েছে ওয়েলসে। একই সাথে মিডল্যান্ড ও বার্মিহ্যামে ৩ সেন্টিমিটার তুষার পরতে পারে। এছাড়া দুপুরের দিকে ১৬ সেন্টিমিটার নর্দান ওয়েলস ও ১০ সেন্টিমিটার নর্থ ওয়েস্ট ইংল্যান্ডে তুষার পরার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অফিস থেকে আরও জানানো হয়েছে,  ব্রিটেনে ক্রিসমাসের আগে আবহাওয়া হিমাঙ্কের নিচে নেমে যেতে পারে। মঙ্গলবার ২১ শে ডিসেম্বর থেকে কোথাও কোথাও তাপমাত্রার পারদ  – ১ ডিগ্রি সেন্টিগ্রেডে নামছিলো৷ যা চলতি সপ্তাহ জুড়ে থাকবে।
আগামী সপ্তাহে ২৭ শে ডিসেম্বর তুষার ঝড় ” ক্যারি”, নামে একটি বরফের ঝড় বা ‘তুষার বোমা’ এগিয়ে আসছে যা অত্যান্ত বিপদজনক। এ সময় গাড়ি চালানো ও লং ড্রাইভ এ অতিরিক্ত সতর্কতা অবলম্বন না করলে বিপদের সম্ভাবনা থাকবে। ভেনটুস্কি আবহাওয়ার চার্ট অনুসারে ক্রিসমাসের ঠিক পরেই দেশের উত্তরে মাত্র এক ঘন্টার মধ্যে এক সেন্টিমিটার পর্যন্ত তুষারপাত হতে দেখা যাবে।

আবহাওয়া বিশেষজ্ঞরা বলছে, আগামী দুই সপ্তাহ জুড়ে আবহাওয়া খারাপ থাকবে। দুই একদিন রোদের দেখা মিললেও কনকনে শীতে জনজীবন বিপর্যস্ত হবে। একই সাথে বৃষ্টিপাতের আশঙ্কাও রয়েছে।

এদিকে আবহওয়া অফিস থেকে আরও জানানো হয়েছে, গত ২০ বছরে দেশটির ৩৬৩ টি শহরে প্রতিবছরই ক্রিসমাসের দিন তুষারপাত হয়েছে। যার ব্যতিক্রম হয়তো এবারও হবে না।

তবে লন্ডনবাসীদের জন্য হয়তো তুষারপাত দেখার সৌভাগ্য নাও আসতে পারে। আবহওয়াবিদরা বলছে, লন্ডনে তুষারপাত হলেও তা বেশি কিচু হেব না। ধূলার মতো তুষার পরার সম্ভাবনা রয়েছে লন্ডনে।