বিবিএন ডেস্ক: ওমিক্রন ঠেকাতে এমনিতেই ব্রিটেনে মাস্ক পরিধানের ব্যাপারে কড়াকড়ি আরোপ চলছে। থিয়েটার, সিনেমাহলে বা সমাবেশ স্থলে মাস্ক ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। স্পুটনিক
ব্রিটেনের মন্ত্রীরা বলছেন ওমিক্রন ভাইরাস ঠেকাতে সার্কিট ব্রেকার হিসেবেই ক্রিসমাস পরবর্তী লকডাউন ঘোষণা করা হবে। যাতে ওমিক্রনের বিস্তার ধীরে হয়। দি টাইম
লকডাউন এলে ফের ব্রিটিশ নাগরিকদের সামাজিক মেলামেশা থেকে বিরত থাকতে হবে। পাব ও রেস্টুরেন্টগুলো সীমিত আউটডোর সার্ভিস দেবে। গত এপ্রিলে এমন স্বাস্থ্যবিধি জারি করা হয়েছিল।
ব্রিটেনের সাইন্টিফিক এ্যাডভাইজরি গ্রুপ ফর এমারজেন্সিস এধরনের লকডাউন আরোপ জরুরি ভিত্তিতে করার পরামর্শ দিয়ে বলেছে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে দিনে ৫ সহস্রাধিক মানুষের মৃত্যু ঘটতে পারে।