• ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জ জেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

bilatbanglanews.com
প্রকাশিত ডিসেম্বর ১২, ২০২১
সুনামগঞ্জ জেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
লতিফুর রহমান রাজু,সুনামগঞ্জ: ১২ ডিসেম্বর রবিবার সকাল ১০ টায় সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সুনামগঞ্জ জেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সুনামগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক তামীম আল ইয়ামিন এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান বিপিএম,  সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মাহবুবুর রহমান, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, সিভিল সার্জন ডা.শামস উদ্দিন, র‌্যাব ৯ সিপিসি ৩ এর ইকরাম ,সুনামগঞ্জ জেলা আইনজীবি সমিতির সভাপতি এডভোকেট নজরুল ইসলাম শেফু, বীর মুক্তিযোদ্ধা আলী আমজাদ,আবু সুফিয়ান, সুনামগঞ্জ সদর ইউএনও ইমরান শাহরিয়ার, ছাতক উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান,পিপি এডভোকেট খায়রুল কবির রুমেন  সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্ম কর্তা মোহাম্মদ সাহিদুর রহমান প্রমুখ।
সভায় সুনামগঞ্জ শহরের যানজট পরিস্থিতি, জেলার ধর্ম পাশা উপজেলার সীমান্ত এলাকার মাদকদ্রব্য সেবন ও বিক্রি , নৌপথে চাঁদাবাজি, চলমান ইউপি নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘন, টাঙ্গুয়ার হাওরে পাখি শিকার , তাহিরপুর সীমান্ত এলাকায় সীমান্তের ওপার থেকে আসা বালু-পাথর জমি ঘরবাড়ি বিনষ্টের হাত থেকে রক্ষার জন্য তা অপসারণ ,বিভিন্ন নদীতে টোকেন প্রথা বন্ধ, ছাতক থেকে জামালগঞ্জ তাহিরপুর বিশ্বম্ভরপুর সহ ৫৮ টি জায়গাতেই বিভিন্ন দপ্তরের নামে ইজারা দিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে টাকা আদায়  বর্ডার হাট চালু করা যায় কিনা এবং চলমান বিভিন্ন ইউনিয়নের নির্বাচন যেন অবাধ নিরপেক্ষ ও সুষ্ট হয় সে জন্য আইন শৃংখলা বাহিনী সহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতার আহ্বান জানানো হয়।