• ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জে ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২১ উদ্‌যাপন

bilatbanglanews.com
প্রকাশিত ডিসেম্বর ১২, ২০২১
সুনামগঞ্জে ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২১ উদ্‌যাপন
লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ: রবিবার ১২ ডিসেম্বর  জেলা প্রশাসন, সুনামগঞ্জ এর আয়োজনে ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২১ উদ্‌যাপন উপলক্ষে সকাল ৯ টায় সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক,  মোঃ জাহাঙ্গীর হোসেন। এসময় পুলিশ সুপার  মোঃ মিজানুর রহমান বিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দসহ অন্যান্য বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখ হতে বর্ণাঢ্য র‌্যালি সুনামগঞ্জ পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-১ আসনের  সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন; জেলা প্রশাসক,  মোঃ জাহাঙ্গীর হোসেন, পুলিশ সুপার  মোঃ মিজানুর রহমান বিপিএম, সিভিল সার্জন ডাঃ মোঃ শামস উদ্দিনসহ অন্যান্যরা। এরপর দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে “ডিজিটাল বাংলাদেশের অর্জন, উপকৃত সকল জনগণ” প্রতিপাদ্যর উপর সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)  তামিম আল ইয়ামীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক,  মোঃ জাহাঙ্গীর হোসেন। ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২১ উদ্‌যাপন উপলক্ষে আয়োজিত প্রেজেন্টেশন ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে ক্রেষ্ট ও সনদপত্র বিতরণ করা হয়। ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে আয়োজিত উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় প্রথম হয়েছে সরকারি এসসি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী অদিতি দাস তিথি এবং ‘ডিজিটাল বাংলাদেশের অর্জন, উপকৃত সকল জনগণ’ বিষয়ের উপর প্রেজেন্টেশন প্রতিযোগিতায় ১ম হয়েছে সুনামগঞ্জ সরকারি কলেজের অনার্স ৩য় বর্ষের শিক্ষার্থী কাউসার আহমেদ। এছাড়া ডিজিটাল সেন্টারের ১১বছর পূর্তি উপলক্ষে সুনামগঞ্জ জেলায় সেরা উদ্যোক্তা হিসেবে দিরাই উপজেলার রফিনগর ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা  মোঃ আব্দুল কাইয়ুম এবং সুনামগঞ্জ সদর উপজেলার কুরবাননগর ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা  শামীমা বেগমকে পুরস্কৃত করা হয়।