• ২০শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ৫ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৫শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

কন্যাসন্তানের বাবা হলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

bilatbanglanews.com
প্রকাশিত ডিসেম্বর ১০, ২০২১
কন্যাসন্তানের বাবা হলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

 

বিবিএন ডেস্ক: এবার সপ্তমবারের মত ফের বাবা হলে ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে লন্ডনের একটি হাসপাতালে তার স্ত্রী ক্যারি সাইমন্ডস এক ফুটফুটে কন্যাসন্তানের জন্ম দেন বলে ওই দম্পতির মুখপাত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।

ওই দম্পতির মুখপাত্র এক বিবৃতিতে জানান, মা ও মেয়ে দুজনের সুস্থ আছেন। সব রকম সহায়তার জন্য সংশ্লিষ্ট চিকিৎসক দলকে ধন্যবাদ জানান তিনি। ওই দম্পতির প্রথম সন্তান উইলফ্রেডের জন্ম হয় ২০২০ সালের এপ্রিলে। ওই বছরের মে মাসে ওয়েস্টমিনস্টার ক্যাথেড্রালে ঘরোয়া আয়োজনে নিজেদের বিয়েটা সেরে ফেলেন ক্যারি-বরিস।

উল্লেখ্য, যুক্তরাজ্যের ইতিহাসে ২০০ বছরের মধ্যে বরিস জনসনই প্রথম প্রধানমন্ত্রী যিনি দায়িত্বরত অবস্থায় বিয়ের পিঁড়িতে বসেন। এটা অবশ্য ৫৭ বছর বয়সী ব্রিটিশ প্রধানমন্ত্রীর তৃতীয় বিয়ে। বরিসের দ্বিতীয় স্ত্রী মেরিনা হুইলার। তাদের চারটি সন্তান আছে। তবে প্রথম স্ত্রী আলেগ্রা মস্টিন-ওয়েন আর বরিসের কোনো সন্তান নেই।