• ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২১ পালিত

bilatbanglanews.com
প্রকাশিত ডিসেম্বর ১০, ২০২১
সুনামগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২১ পালিত
লতিফুর রহমান রাজু,সুনামগঞ্জ : ৯ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১০ টায়  জেলা প্রশাসকের কার্যালয়,  প্রাঙ্গণে জেলা প্রশাসন, সচেতন নাগরিক কমিটি (সনাক) ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুদক), সুনামগঞ্জ এর আয়োজনে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধি ও সমাজের বিভিন্ন শ্রেণিপেশার লোকজন অংশগ্রহণে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২১ পালন করা হয়। সকাল ১০ টায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক,  মো. জাহাঙ্গীর হোসেন। এ সময় জাতীয় সংগীত পরিবেশন করেন জেলা শিল্পকলা একাডেমির সংগীত শিল্পীরা। পরে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক  মো. জাহাঙ্গীর হোসেন।  আলোচনা পর্বে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার  জয়নাল আবেদীন, দুর্নীতি দমন কমিশনের সমন্বিত সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক  মো. আশরাফ উদ্দিন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি  নূরুর রব চৌধুরী, সুনামগঞ্জ সচেতন নাগরিক কমিটির সভাপতি অ্যাডভোকেট আইনুল ইসলাম বাবলু প্রমুখ। আলোচনা সভা শেষে বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধির উপস্থিতিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, সুনামগঞ্জ এর নির্বাহী প্রকৌশলী  মোঃ মাহবুব আলম, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ  পরিমল কান্তি দেসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ।