• ১৯শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৪ঠা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

পুলিশের আইজি বেনজীর আহমেদ যুক্তরাষ্ট্রে অবাঞ্চিত

bilatbanglanews.com
প্রকাশিত ডিসেম্বর ১০, ২০২১
পুলিশের আইজি বেনজীর আহমেদ যুক্তরাষ্ট্রে অবাঞ্চিত

।। শামসুল আলম লিটন ।।
লণ্ডন, ১০ ডিসেম্বর : পুলিশের আইজি বেনজীর আহমেদকে যুক্তরাষ্ট্রে অবাঞ্চিত ঘোষণা করেছে স্টেট ডিপার্টমেন্ট। বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে স্টেট ডিপার্টমেন্ট আজ এক বিবৃতিতে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের দায়ে বিশ্বের বিভিন্ন দেশের ১৫ ব্যক্তি ও ১০টি প্রতিষ্ঠানকে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের দায়ে অভিযুক্ত করে তাদের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও বিভিন্ন ধরনের ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্তের কথা জানিয়েছে।

দুসপ্তাহ আগে পুলিশের আইজি বেনজির আহমেদকে যুক্তরাষ্ট্র যাওয়ার পথে দুবাই থেকে ফেরত দেওয়ার যে তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমসহ পাবলিক ডোমেইনে ব্যাপকভাবে আলোচিত হয়েছিল আজ যুক্তরাষ্ট্র সরকারের এই সিদ্ধান্তের মধ্যদিয়ে তার নিশ্চয়তা প্রকাশিত হল।

(সূত্র: সাপ্তাহিক সুরমা /DWবাংলা)