• ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বিষয়ক   জেলা সাংবাদিক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

bilatbanglanews.com
প্রকাশিত ডিসেম্বর ৮, ২০২১
সুনামগঞ্জে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বিষয়ক   জেলা সাংবাদিক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ :সুনামগঞ্জে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন বিষয়ক জেলা সাংবাদিক ওরিয়েন্টেটশন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা সোয়া ১১ টায়  জেলা ইপিআই মিলনায়তনে   এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।

সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. শামস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওরিয়েন্টেশনে স্বাগত বক্তব্য রাখেন, সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. ওমর ফারুক।

সিসিটি মো. ফজলুল করিমের পরিচালনায় অনুষ্ঠিত ওরিয়েন্টেশনে আরও বক্তব্য রাখেন, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুরর রহমান রাজু, সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শাহজাহান চৌধুরী, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক পীর মাহবুবুর রহমান,  এমরানুল হক চৌধুরী সুনামগঞ্জরিপোর্টার্সইউনিটিরসাধারণসম্পাদকহিমাদ্রিশেখরভদ্র, , সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রমুখ।

ওরিয়েন্টেশনে জানানো হয়, আগামী ১১ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত সুনামগঞ্জ জেলার ৮৮টি ইউনিয়নের ৩ লাখ ৯৫ হাজার ৯২৩ জন শিশুকে ভিটামিন ‘এ; প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে  ৬ মাস  থেকে ১১ মাস বয়সী ৪৪ হাজার ৩৮৪ জন শিশুকে নীল ক্যাপসুল এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ৩ লাখ ৫১ হাজার ৫৩৯ জন শিশুকে লাল রং এর ভিটামি ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।  ১৪ ডিসেম্বরের পর আরও ৪ দিন বাদ পড়া শিশুদের বাড়ি বাড়ি গিয়ে খুজে বের করে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।