• ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ছাতকে মারামারি মামলার তিন আসামীর জামিন লাভ

bilatbanglanews.com
প্রকাশিত ডিসেম্বর ৭, ২০২১
ছাতকে মারামারি মামলার তিন আসামীর জামিন লাভ

নিজস্ব প্রতিবেদক:
সুনামগঞ্জের ছাতকে মারধর মামলায় গ্রেফতার হওয়া তিন আসামীরা জামিন লাভ করছে। মঙ্গলবার সুনামগঞ্জ আদালতে তাদের জামিন প্রার্থনা করলে আদালত তাদেরকে জামিন মঞ্জুর করেন।

জানা যায়, উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের ব্রাক্ষণগাঁও তকিপুর গ্রামের আবদুল গফুরের পুত্র ছাত্রলীগ কর্মী মোস্তাকিম আহমদকে মারধরের ঘটনায় ছাতক থানায় পাঁচজনের বিরুদ্ধে একটি মামলা (নং-৬) তাং-৫.১২.২০২১ইং দায়ের করা হয়। এ মামলায় প্রধান আসামী করা হয়েছে সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক, উপজেলার তকিপুর গ্রামের মৃত আয়বর আলীর ছেলে আবদুল গফ্ফারকে। গত রোববার গভীর রাতে জাউয়াবাজার এলাকা থেকে তিন আসামীকে গ্রেফতারের পর সোমবার সকালে তাদেরকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। একদিন পর মঙ্গলবার (৭ডিসেম্বর) জামিনের আবেদন করা হলে আদালত তাদেরকে জামিন মঞ্জুর করেন। জামিন প্রাপ্তরা হলেন, তকিপুর গ্রামের মদরিছ আলীর ছেলে, যুবলীগ কর্মী মুনছুর আহমদ, একই গ্রামের এরশাদ মিয়ার ছেলে, ছাত্রলীগ কর্মী আবদুল্লাহ আল মাহবুব ও ছৈলা আফজলাবাদ ইউনিয়নের বানারশিপুর গ্রামের মমশ্বির আলীর ছেলে, যুবলীগ কর্মী শাহান উদ্দিন।