• ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সিলেট-সুনামগঞ্জ সড়কে দুর্ঘটনায় নিহত ১,আহত ১৫

bilatbanglanews.com
প্রকাশিত ডিসেম্বর ৬, ২০২১
সিলেট-সুনামগঞ্জ সড়কে দুর্ঘটনায় নিহত ১,আহত ১৫

সিলেট প্রতিনিধি:  সিলেটের জালালাবাদ থানাধীন শহরতলির গোপাল ও জাঙ্গাইল এলাকার মাঝামাঝি স্থানে বাস এবং ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন। সোমবার (৬ ডিসেম্বর) বেলা আড়াইর দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম মুসলিম উদ্দিন (২৭)। তিনি সুনামগঞ্জের শাল্লা থানর আটগাঁও-এর মােক্তার আলীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন জালালবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান।

খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে যান সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) আজবার আলী শেখ ও ওসি নাজমুল হুদা খান।

সোমবার বেলা আড়ইটার দিকে সিলেট-সুনামগঞ্জ সড়কের জালালাবাদ থানাধীন গোপাল ও জাঙ্গাইল এলাকার মাঝামাঝি স্থানে সিলেট থেকে ছেড়ে যাওয়া বাস (সিলেট-জ-১১-০২৪৩) ও সিলেটগামী ১০ চাকার ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে বাসটি সড়ক থেকে ছিটকে পাশের জমিনে গিয়ে পড়ে। এসময় বাসের অন্ততঃ ১৫ জন যাত্রী আহত হন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় গুরুতর আহত মুসলিম উদ্দিন সহঅন্য আহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মুসলিমকে মৃত ঘোষণা করেন। এ দুর্ঘটনায় গুরুতর আহত আরও কয়েকজন ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন।

বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) আজবার আলী শেখ বলেন, ঘটনার খবর পাওয়া মাত্রই আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে দূর্ঘটনায় নিহত ব্যাক্তির লাশ উদ্ধার করি। এবং আহত ব্যাক্তিদেরকে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দূর্ঘটনার ফলে সিলেট-সুনামগঞ্জ রোডে দীর্ঘস্থায়ী যানঝটের সৃষ্টি হয়। প্রায় ১ ঘন্টার প্রচেষ্ঠায় গাড়িগুলো সরিয়ে ফেললে যানঝট দূর হয় এবং রাস্থায় গাড়ি চলাচল স্বাভাবিক হয়। পরবর্তীতে উদ্ধারকৃত গাড়িগুলো থানায় নিয়ে আসা হয়। মৃত মুসলিম উদ্দিনের লাশ বর্তমানে ওসমানী হাসপাতালের মর্গে রয়েছে। ময়না তদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।