• ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ , ৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ছাতক থানায় পুলিশের উদ্যোগে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

bilatbanglanews.com
প্রকাশিত নভেম্বর ২৭, ২০২১
ছাতক থানায় পুলিশের উদ্যোগে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

 

ছাতক প্রতিনিধি: ছাতকে পুলিশের ‘ওপেন হাউজ ডে’ অনুষ্টান শুক্রবার সকালে থানা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) মিজানুর রহমানের সভাপতিত্বে ও সেকেন্ড অফিসার হাবিবুর রহমানের পরিচালনা অনুষ্ঠিত ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার, ছাতক সার্কেল বিল্লাল হোসেন বলেন, বর্তমানে সেবা দিতে জনগনের দ্বারেদ্বারে কড়া নাড়ছে পুলিশ। পুলিশ ও জনপ্রতিনিধির সমন্বয়ের মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রনে পুলিশ কাজ করে যাচ্ছে। ছাতকে ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজী ও মাদক ব্যবসাসহ অপরাধ জিরো টলারেন্সে নিয়ে আসার ও কথা বলেন তিনি। জনগনকে শান্তিতে ঘুমাতে দেয়ার জন্যই পুলিশকে নির্ঘুম রাত কাটাতে হয়।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাতক পৌর সভার সাবেক মেয়র আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনু, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ও উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি সৈয়দ আহমদ, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশিদ, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সুন্দর আলী, উপজেলা কমিউনিটি পুলিশের সাধারন সম্পাদক আফতাব উদ্দিন, ছাতক প্রেসক্লাবের অর্থ সম্পাদক বিজয় রায়, ছাতক উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম প্রমুখ। বক্তব্য রাখেন, ইউপি সদস্য নানু মিয়া, আবু তাহের, তাজ উদ্দিন, মহিলা ইউপি সদস্য চন্দ্র মালা, মুহিবুর রহমান মেম্বার, আব্দুস ছালাম মেম্বার প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়নের নব নির্বাচিত জনপ্রতিনিধি,সাংবাদিক ও সুধিজন উপস্থিত ছিলেন।