• ১২ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৮শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ , ৯ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

বিশ্বম্ভরপুরে ৫ ইউনিয়নে নৌকার মাঝি হলেন যারা

bilatbanglanews.com
প্রকাশিত নভেম্বর ২৫, ২০২১
বিশ্বম্ভরপুরে ৫ ইউনিয়নে নৌকার মাঝি হলেন যারা

লতিফুর  রহমান রাজু সুনামগঞ্জ::চতুর্থ ধাপে ইউনিয়ন নির্বাচনে বিশ্বম্ভরপুর উপজেলার ৫টি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকার মাঝি হয়ে চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত করেছে কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড।
মঙ্গলবার (২৩ নভেম্বর) রাতে কেন্দ্রীয় আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ইউনিয়ন নির্বাচনে ৫টি ইউনিয়নে নৌকার মাঝি হলেন- ফতেহপুর ইউনিয়নে মোঃ হেলাল উদ্দিন, বাদাঘাট দক্ষিণ  ইউনিয়নে মোঃ জামাল হোসেন,  পলাশ ইউনিয়নে মোহাম্মদ  নুরুল আমীন, ধনপুর ইউনিয়নে হযরত আলী ( সোহেল কালাচাঁন) সুলকাবাদ ইউনিয়নে মোহাম্মদ নুরে আলম সিদ্দিকী (তপন)। সুনামগঞ্জ  জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিষ্টার এনামুল কবির  এ তথ্য নিশ্চিত করেছেন। চতুর্থ ধাপে আগামী ২৬শে ডিসেম্বর বিশ্বম্ভরপুর  উপজেলার  পাঁচটি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।