• ৩০শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ , ১৬ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ , ৮ই রমজান, ১৪৪৪ হিজরি

ছাতকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারির ঘটনায় একজন খুন

bilatbanglanews.com
প্রকাশিত নভেম্বর ২২, ২০২১
ছাতকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারির ঘটনায় একজন খুন

 

ছাতক প্রতিনিধি: ছাতকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আশিক আলী (৬০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আহত হয়েছে নারীসহ উভয় পক্ষের ১০ ব্যক্তি। সংঘর্ষে গুরুতর আহত অবস্থায় আশিক আলীসহ ৫ জনকে ভর্তি করা হয়েছে সিলেট এমএজি মেডিকেল কলেজ হাসপাতালে। সংঘর্ষের ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যায় উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের বড়কাপন -বানায়ত গ্রামে। দুই পক্ষের ছেলেরা একটি নৌকা নিয়ে হাওরে মাছ ধরতে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আশিক আলী (৬০) নামের ওই ব্যক্তির মৃত্যু হয়। রাতেই চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে আশিক আলীর মৃত্যু ঘটে। ছাতক থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।