• ১৩ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই জিলকদ, ১৪৪৬ হিজরি

লন্ডনে অগ্নিকাণ্ডে দুই নারী ও দুই শিশু নিহত

bilatbanglanews.com
প্রকাশিত নভেম্বর ২১, ২০২১
লন্ডনে অগ্নিকাণ্ডে দুই নারী ও দুই শিশু নিহত

বিবিএন ডেস্ক: লন্ডনে অগ্নিকাণ্ডে দুই নারী ও দুই শিশু নিহত  হয়েছেন।  নিহত দুই শিশুর মধ্যে একজন দুগ্ধপোষ্য ও অপরজন সাত বছর বয়সী। প্রতিবেশীদের ভাষ্য মতে, বিকাল সাড়ে পাঁচটায় বিকট শব্দ শুনতে পান এবং এরপর অ্যাম্বুলেন্স ও ফায়ার ফাইটার ইঞ্জিন ইউনিটের শব্দ পান। এ খবর দিয়েছে মিরর।

৬টি ফায়ার ইউনিটের প্রায় ৪০ জন কর্মী আগুন নিয়ন্ত্রণে আনেন ও রেসকিউ ল্যাডারের সাহায্যে আটকে পড়া দুই শিশু ও নারীকে উদ্ধার করলেও ঘটনাস্থলেই মৃত্যু হয় তাদের। আগুনের সূত্রপাত নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছেন লন্ডন ফায়ার ব্রিগেডের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট কমিশনার।

জানা যায়, একজন পুরুষ আগুন থেকে পালাতে সক্ষম হন পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরিবারের সবাই শ্রীলঙ্কান বংশোদ্ভূত ছিলেন।