• ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

দক্ষিণ সুনামগঞ্জে বর যাত্রীবাহী মাইক্রোবাস দুর্ঘটনায় ৩ শিশু নিহত

bilatbanglanews.com
প্রকাশিত নভেম্বর ২১, ২০২১
দক্ষিণ সুনামগঞ্জে বর যাত্রীবাহী মাইক্রোবাস দুর্ঘটনায় ৩ শিশু নিহত

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ সুনামগঞ্জে বর যাত্রীবাহী মাইক্রোবাস দুর্ঘটনায় ৩ শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত সাতজন।

রোববার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ডাবর-জগন্নাথপুর রোডের সিচনি নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।

দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি কাজী মোক্তাদির হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন ।

নিহতরা হলেন- জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের মোল্লারগাঁও গ্রামের পুতুল দাসের পুত্র খোকন দাস (৬), প্রণব চন্দের পুত্র লিপু চন্দ্র (৯) ও খেসব দাসের পুত্র নিলয় (৯)। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-ঠিকানা পাওয়া যায়নি।

আহতদের চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

স্থানীয়রা জানান, রোববার রাত ৯ টার দিকে পাগলার আল-ফেরদৌস কমিউনিটি সেন্টারে স্থানীয় আওয়ামী লীগ নেতার ভাতিজির বিয়ের ভোজন শেষে বর যাত্রীবাহী মাইক্রোবাসে চড়ে বাড়ি ফিরছিলেন তারা। ফেরার পথে ডাবর-জগন্নাথপুর সড়কের সিচনী এলাকায় রাস্তার পাশে থেমে থাকা ট্রাকের পেছনে মাইক্রোবাসটি ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলে ১ শিশু নিহত এবং গুরুতর আহত ৪ জনকে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আরও ২ জনের মৃত্যু হয়।

দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি মোক্তাদির হোসেন বলেন, রাস্তার পাশে পার্কিং করা ট্রাককে পেছন থেকে ধাক্কা দিলে মাইক্রোবাসের ৩ জন নিহত ও ৪ জন আহত হয়েছে। নিহত তিনজনসহ আহতরা বিয়ে বাড়ি থেকে ফিরছিলেন।

খবর পেয়ে সহকারী পুলিশ সুপার শুভাশীষ ধর তাৎক্ষণিক দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন।