• ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

ছাতক হাসপাতালে দেয়া হচ্ছে আইসিইউ অ্যাম্বুলেন্স:সাংসদ মানিক

bilatbanglanews.com
প্রকাশিত নভেম্বর ২১, ২০২১
ছাতক হাসপাতালে দেয়া হচ্ছে আইসিইউ অ্যাম্বুলেন্স:সাংসদ মানিক

 

ছাতক প্রতিনিধি: স্বাস্থ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্হায়ী কমিটির সদস্য মুহিবুর রহমান মানিক এমপি বলেছেন,সরকার স্বাস্থ্য সেবার উন্নয়নে ব্যাপক পরিকল্পনা হাতে নিয়ে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, দেশের গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল ছাতকে অবস্থিত ৫০ শয্যার উপজেলা হাসপাতালে ভারত সরকারের অনুদানে শীঘ্রই একটি আই সি ইউ এম্বুলেন্স দেয়া হবে। কৈতক ২০ শয্যার হাসপাতালসহ উপজেলার সার্বিক স্বাস্থ্যসেবার উন্নয়নে সরকার সচেষ্ট রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। এমপি মানিক আরো বলেন, ছাতক উপজেলার ছাত্র ছাত্রীরা সুনামগঞ্জে না গিয়ে ছাতক হাসপাতাল ও গোবিন্দগন্জ আঃহক স্মৃতি কলেজে করোনা ভ্যাকসিন (ফাইজার) গ্রহণের ব্যবস্থা নেয়া হয়েছে। শনিবার সকালে ছাতক হাসপাতাল কনফারেন্স রুমে উপজেলা স্বাস্থ্য কমিটির মাসিক সভায় সভাপতির বক্তব্যে এমপি মানিক এসব কথা বলেছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজীব চক্রবর্তীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান, সাবেক পৌর মেয়র আলহাজ্ব আব্দুল ওয়াহীদ মজনু, আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম,ছাতক থানার অফিসার্স ইনচার্জ (ভারপ্রাপ্ত) মিজানুর রহমান, ভাতগাও ইউনিয়নের চেয়ারম্যান আওলাদ হোসেন মাস্টার,ছাতক প্রেসক্লাব সভাপতি সৈয়দ হারুন অর রশীদ, ডাঃ তোফায়েল আহমদ সনি, হাসপাতালের প্রধান সহকারী আমিরুল ইসলাম প্রমুখ।