• ৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ৬ই শাবান, ১৪৪৬ হিজরি

ছাতকে নিখোঁজের তিনদিন পর ধানক্ষেত থেকে এক কিশোরীর অর্ধগলিত লাশ উদ্ধার

bilatbanglanews.com
প্রকাশিত নভেম্বর ২১, ২০২১
ছাতকে নিখোঁজের তিনদিন পর ধানক্ষেত থেকে এক কিশোরীর অর্ধগলিত লাশ উদ্ধার

 

ছাতক প্রতিনিধি: ছাতকে নিখোঁজের তিন দিন পর ধানক্ষেত থেকে খুশি আক্তার (১৬) নামের এক কিশোরীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে উপজেলার কালারুকা ইউনিয়নের গৌরিপুর গ্রাম সংলগ্ন একটি ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। সে গৌরিপুর গ্রামের কবির আহমদের মেয়ে। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, গত শুক্রবার (১৯-নভেম্বর) থেকে নিখোঁজ রয়েছে মেয়েটি। ঐ দিনই ছাতক থানায় একটি সাধারণ ডায়রী করেন মেয়ের বাবা। ছাতক থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর ঘটনার আসল রহস্য জানা যাবে।