• ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জ সদর উপজেলার ৯ টি ইউনিয়নে মোট ৬৩ জন প্রার্থী ভোট যুদ্ধে মাঠে রয়েছেন

bilatbanglanews.com
প্রকাশিত নভেম্বর ১৬, ২০২১
সুনামগঞ্জ সদর উপজেলার ৯ টি ইউনিয়নে মোট ৬৩ জন প্রার্থী ভোট যুদ্ধে মাঠে রয়েছেন

নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জ সদর উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে। সুনামগঞ্জ সদর উপজেলার ৯ টি ইউনিয়নে মোট ৬৩ জন প্রার্থী নির্বাচনী বৈতরনী পার হতে ভোট যুদ্ধে মাঠ চষে বেড়াচ্ছেন। বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত ৯টি ইউনিয়নে দলের মনোনীত প্রার্থী ছাড়াও বিভিন্ন দলের প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থী নির্বাচনে অংশ গ্রহন করেছেন। তবে প্রধান বিরোধী দল বিএনপি আনুষ্ঠানিক ভাবে দলীয় প্রার্থী মনোনয়ন দেয়নি। কিন্ত বিএনপির রাজনীতির সাথে জড়িত বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব শীল পদধারী গণ নির্বাচনে অংশগ্রহণ করছেন তবে স্বতন্ত্র প্রার্থী হিসেবে। আওয়ামীলীগ ৯ টি ইউনিয়নে একজন করে দলীয় প্রার্থী দিলে ও দলের গুরুত্বপূর্ণ পদধারী অনেকেই দলের সিদ্ধান্ত না মেনে বিদ্রোহী হিসেবে নির্বাচন করছেন।
সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষণ শ্রী ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ১১৬৪৫ এর মধ্যে পুরুষ ৫৭৮৮ এবং নারী ৫৮৫৭ জন। মোট প্রার্থী ৫জন। এর মধ্যে আওয়ামীলীগ মনোনীত নৌকার মনোনয়ন পেয়েছেন এডভোকেট মিজানুর রহমান, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী আব্দুল মান্নান লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচন করছেন। জাতীয় পার্টির বিদ্রোহী মোশাহিদ আলম মহিম স্বতন্ত্র হিসেবে প্রার্থী হয়েছেন। বিএনপির রাজনীতির সাথে জড়িত বর্তমান চেয়ারম্যান আব্দুল অদুদ স্বতন্ত্র হিসেবে নির্বাচনী মাঠে আছেন। বাংলাদেশের সাম্য বাদী দলের হয়ে ফারুক রশিদ নির্বাচন করছেন।
মোল্লা পাড়া ইউনিয়নের মোট ভোটার ১৫৯৭৭ এর মধ্যে পুরুষ ৮০৩৬ নারী ৭৯৪১ । মোট প্রার্থী ৭ জন। আওয়ামীলীগ মনোনীত মনির উদ্দিন, জাপা মনোনীত শামীম আহমদ, আওয়ামীলীগ বিদ্রোহী আব্দুস সালাম, স্বতন্ত্র মশরফ উদ্দিন মনির, মামুন রশিদ, আব্দুল মমিন,বিএনপির রাজনীতির সাথে জড়িত বর্তমান চেয়ারম্যান নুরুল হক স্বতন্ত্র হিসেবে নির্বাচন করছেন।
জাহাঙ্গীর নগর ইউনিয়নে মোট ভোটার ২০১৭০ এর মধ্যে পুরুষ ১০২৩৮ এবং নারী ৯৯৩২ । মোট প্রার্থী ৪ জন। আওয়ামীলীগ মনোনীত মোকছুদ আলী , জাপা মনোনীত রশিদ আহমদ, স্বতন্ত্র আনোয়ার হোসেন, আব্দুল কাদির।
সুরমা ইউনিয়নের মোট ভোটার ২২২৩২ এর মধ্যে পুরুষ ১১৪৪৪ নারী ১০৭৭৮ । মোট প্রার্থী ৭ জন। আওয়ামীলীগ মনোনীত বর্তমান চেয়ারম্যান আব্দুস ছাত্তার, বিদ্রোহী আমির হোসেন রেজা, জাপা মনোনীত সিরাজুল ইসলাম, স্বতন্ত্র তাজুল ইসলাম, ফয়সল আহমদ, নুর হোসেন, শামসুল আলম, ।
গৌড়ারং ইউনিয়নের মোট ভোটার ২৭০৬৪ এর মধ্যে পুরুষ ১৩৮১৬ নারী ১৩২৪৭। মোট প্রার্থী ১০ জন। আওয়ামীলীগ মনোনীত ছালমা আক্তার চৌধুরী, বিদ্রোহী সরওয়ার আহমদ, বিএনপির রাজনীতির সাথে জড়িত ফুল মিয়া ও শহীদুল ইসলাম, জাপা মনোনীত শওকত আলী, ইসলামী আন্দোলন বাংলাদেশের কামাল হোসেন স্বতন্ত্র আতিকুর রহমান চৌধুরী সিপন,চম্পা বেগম, নুরুজ আলি, শামসুল হক।
রঙ্গারচর ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ১৮২৭৬ এর মধ্যে পুরুষ ৯২৩৮,নারী ৯০৩৭। মোট প্রার্থী ৭ জন। আওয়ামীলীগ মনোনীত আব্দুল মজিদ, জাপা মনোনীত ফয়জুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুল গফুর, স্বতন্ত্র মহি উদ্দিন, আকমল হোসেন রনি,বিএনপির রাজনীতির সাথে জড়িত বর্তমান চেয়ারম্যান আব্দুল হাই এবং নুর উদ্দিন।
কুরবাননগর ইউনিয়নের মোট ভোটার ১৪৭১৬ এর মধ্যে পুরুষ ৭৪৭৭ নারী ৭২৩৯ । মোট প্রার্থী ৬ জন। আওয়ামীলীগ মনোনীত শামস উদ্দিন, বিদ্রোহী আফজাল নুর ও কোহিনুর আলম। স্বতন্ত্র শাহিনূর রহমান শাহীন, আব্দুল হাসিব কাওসার, বিএনপির রাজনীতির সাথে জড়িত বর্তমান চেয়ারম্যান আবুল বরকত।
মোহনপুর ইউনিয়নের মোট ভোটার ১৩২০১ এর মধ্যে পুরুষ ৬৬২৫ নারী ৬৫৭৬। মোট প্রার্থী ৮ জন। আওয়ামীলীগ মনোনীত সিতেষ তালুকদার মঞ্জু, বিদ্রোহী মঈনুল হক মাইনুললা, জাপা মনোনীত বর্তমান চেয়ারম্যান নুরুল হক, জমিয়তে উলামায়ে ইসলাম মনোনীত ফয়জননুর ফয়েজ , স্বতন্ত্র মছিহুর রহমান, মোহাম্মদ আলী, ফয়জুল হক, হেলাল আহমদ।
কাঠইর ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ১২১৭৮ এর মধ্যে পুরুষ ৬১১৭ নারী ৬০৬১। মোট প্রার্থী ৯ জন। আওয়ামীলীগ মনোনীত এডভোকেট বুরহান উদ্দিন, জাপা মনোনীত ফারুক মিয়া,জমিয়তে উলামায়ে ইসলাম মনোনীত বর্তমান চেয়ারম্যান মুফতী শামসুল ইসলাম, স্বতন্ত্র আজিজুর রহমান তালুকদার, কাজী নুরুল হক নোমান, জিয়াউর রহমান, আব্দুল মতিন, রফিকউল্লাহ, শিরতাজ আহমদ।