• ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ , ১লা রবিউস সানি, ১৪৪৬ হিজরি

দোয়ারাবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: টিলা কাটার অপরাধে ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

bilatbanglanews.com
প্রকাশিত নভেম্বর ১৫, ২০২১
দোয়ারাবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: টিলা কাটার অপরাধে ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জের দোয়ারাবাজারে ৪টি টিলার মাটি কেটে পরিবেশ ধ্বংস করছে টিলা খেকোরা। এমন অপরাধে সোমবার বিকেলে উপজেলার বোগলাবাজার ইউনিয়নের কাঠালবাড়ি গ্রামে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন ব্যক্তিকে ২লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সল আহমদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ অর্থদণ্ড প্রদান করেন।

সূত্রে জানা যায়, এস্কেভেটর দিয়ে ৪টি টিলা কেটে ধ্বংস করার অপরাধে উপজেলার বোগলাবাজার ইউনিয়নের কাঁঠালবাড়ি গ্রামের নুরুল হকের পুত্র জামাল উদ্দিন (৫০)কে ২লাখ টাকা জরিমানা করা হয়। একইভাবে টিলাকাটার দায়ে সমর আলী শেখকে ১৫ হাজার ও রফিকুল ইসলামকে ১৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সল আহমদ বলেন, অবৈধভাবে টিলা কাটার খবর পেয়ে আমরা সেখানে অভিযান চালাই। এসময় তিনজনকে ২লাখ ৩০ হাজার টাকা জরিমানা প্রদান করি। তিনি বলেন, এ অভিযান অব্যাহত থাকবে।