• ১৩ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই জিলকদ, ১৪৪৬ হিজরি

ছাতকে সন্ত্রাসী হামলার শিকার মাদ্রাসা সুপার মাওলানা কামরুজ্জামান

bilatbanglanews.com
প্রকাশিত নভেম্বর ১৩, ২০২১
ছাতকে সন্ত্রাসী হামলার শিকার মাদ্রাসা সুপার মাওলানা কামরুজ্জামান

 

ছাতক প্রতিনিধি:  ছাতক উপজেলার গাবুরগাঁও দারুল কোরআন দাখিল মাদরাসার সুপার, বাংলাদেশ আন্জুমানে আল ইসলাহ্ সুনামগনজ জেলা শাখার তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক,ছাতক দারুলক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাষ্ট প্রধান কেন্দ্রের শিক্ষক মাওলানা কামরুজ্জামান শুক্রবার রাতে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। গুরুতর আহত অবস্হায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায় চরমহল্লা ইউনিয়নের হাসারুচর গ্রামের সন্ত্রাসী হাফিজুর রহমান সালমানের (২৮) ধারালো অস্ত্রের কোপে গুতর আহত হন মাদ্রাসা সুপার মাওলানা কামরুজ্জামান। পুর্ব শত্রুতার জের ধরে একই গ্রামের হাফিজুর সহ তার সহযোগীরা গ্রামের রাস্তায় তাকে কুপিয়ে জখম করেছে বলে জানা গেছে। এদিকে গাবুরগাঁও মাদ্রাসার শিক্ষক মাওলানা কবির আহমদ লতিফীসহ শিক্ষক -শিক্ষার্থীবৃন্দ এ ন্যাক্কারজনক ঘটনায় ক্ষোভ ও নিন্দা প্রকাশ করে হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শান্তির দাবী জানিয়েছেন।