• ২রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ৩রা শাবান, ১৪৪৬ হিজরি

টাওয়ার হ্যামলেটে হাফেজ আকিল হত্যাকাণ্ডে দুইজন গ্রেফতার

bilatbanglanews.com
প্রকাশিত নভেম্বর ৯, ২০২১
টাওয়ার হ্যামলেটে হাফেজ আকিল হত্যাকাণ্ডে দুইজন গ্রেফতার

বিবিএন ডেস্ক: লন্ডনের টাওয়ার হ্যামলেটে বাংলাদেশি বংশোদ্ভব কুরআনের হাফেজ মোহাম্মদ আকিল মাহদি হত্যার ঘটনায় পুলিশ তদন্ত করে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে। অভিযুক্ত ১৮ বছরের ওই যুবককে হত্যার যুক্ত থাকার সন্দেহে সোমবার গ্রেফতার করে নর্থ লণ্ডন পুলিশ স্টেশন। এছাড়া মঙ্গলবার পুলিশ ২১ বছর বয়সী আরেকজনকেও একই অভিযোগে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত দু’জনকেই পুলিশি হেফাজতে রাখা হয়েছে।

এর আগে গত ৬ নভেম্বর শনিবার সকাল ৮.৪৫ মিনিটে লাইমহাউজ ক্যানেলের পাশে নেভিগেশন রোড থেকে উদ্ধার করা হয় ব্রিটিশ বাংলাদেশী কোরআনে হাফেজ মোহাম্মদ আকিল মাহদির লাশ। তার বয়স ২২ বছর। সে ইজিপ্ট থেকে কোরআনে হিফজ শেষ করে সম্প্রতি লণ্ডন ফিরে আসে।

নিহত আকিল মাহদিকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করার পর ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ হত্যার ঘটনায় পুলিশ তদন্তে নামে। এরপরই এবার এ ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেফতারের খবর পাওয়া গেল।

লাশ উদ্ধার করার পরে পুলিশ প্রথমে তার পরিচয় নিশ্চিত হতে না পারলেও পরে জানতে পারে নিহত ব্যক্তি নাম মোহাম্মদ আকিল মাহদী। সে ক্যামডেনের বাসিন্দা।

হত্যা ঘটনায় তদন্ত করতে মেট পুলিশের স্পেশাল ক্রাইম কমান্ডের নরহত্যা ডিটেকটিভ ব্রাঞ্চকে দায়িত্ব দেওয়া হয়।

মেট পুলিশের ডিটেকটিভ চিফ কর্মকর্তা লরেন্স স্মিথ বলেন, আমাদের তদন্ত ব্যাপকভাবে চলছে। আমরা তদন্তের প্রাথমিক পর্যায়ে আছি। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার যাতে সুষ্ঠু বিচার পায় সেই চেষ্টা অব্যাহত থাকবে। এ ঘটনাটি কেউ প্রত্যক্ষদর্শী থাকলে আমাদেরকে খুনির ব্যাপারে তথ্য দেওয়ার অনুরোধ করছি। এক্ষেত্রে কেউ কোনো ধরনের তথ্য পেয়ে থাকলে ১০১ নাম্বারে কল করে ২১৭১/০৬ নভেম্বর রেফারেন্স উল্লেখ করে তথ্য দিতে হবে। এছাড়া ০৮০০ ৫৫৫ ১১১ নাম্বারে যোগাযোগ করে নিজের পরিচয় গোপন করেও তথ্য দেওয়া যাবে।