• ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

হারামাইন শরিফাইন-সহ সৌদি আরবের সব মসজিদে বৃষ্টির জন্য ইস্তিস্কার নামাজ আদায়

bilatbanglanews.com
প্রকাশিত নভেম্বর ৪, ২০২১
হারামাইন শরিফাইন-সহ সৌদি আরবের সব মসজিদে বৃষ্টির জন্য ইস্তিস্কার নামাজ আদায়
facebook sharing button
twitter sharing button
messenger sharing button
জুলফিকার জাহিদ।।হারামাইন শরীফাইন-সহ সৌদি আরবের সমস্ত মসজিদে ইস্তিস্কার নামাজ আদায় করা হয়েছে।

আজ বৃহস্পতিবার হারামাইন শরীফাইনের খাদেম ও সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের নির্দেশে ইস্তিস্কার নামাজ আদায় করা হয়।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সৌদি আরবের প্রায় ২৬  হাজার মসজিদে বৃষ্টির জন্য নামাজ আদায় করা হয়েছে।

ইস্তিস্কার নামাজের সব থেকে বড় জামাত হয়েছে মসজিদুল হারামে। এই জামাতে অংশ নিয়েছেন মক্কার গভর্নর শাহজাদা খালেদ ফয়সাল। রহমতের বৃষ্টি কামনা করে তিনি উপস্থিত লোকদের তওবা ইস্তেগফার ও দান সদকা করার আহ্বান জানান।

দ্বিতীয় বড় জামাত হয়েছে মসজিদে নববীতে। সেখানেও মদিনার গভর্নর শাহজাদা সৌদ বিন খালেদ খালিদ  ফায়সাল উপস্থিত ছিলেন।

এতে মসজিদে নববীর ইমাম ও খতিব শায়েখ আব্দুল মুহসিন আল  কাসেম নামাজের খুতবা দেন এবং ইমামতি করেন।